|
বেলজিয়ামের পতাকা
|
বেলজিয়াম
ইংরেজি Sweden
পশ্চিম
ইউরোপের
-এর
একটি ক্ষুদ্র ও ঘনবসতিপূর্ণ দেশ।
কেল্টিয়
জাতি সত্তার অন্তর্গত বেল্গায়ে নামক উপ-জাতির নাম থেকে এই দেশটির নাম জার্মান ভাষায়
গ্রহণ করা হয়েছিল
Belgien
(বেল্গিয়েন্)।
ইংরেজি নাম Belgium।
বাংলা বেলজিয়াম নামটি গৃহীত হয়েছে ইংরেজি থেকে। এর প্রশাসনিক নাম
Kingdom of Belgium।
রাজধানী ব্রাসেল্স্।
ভৌগোলিক অবস্থান:
৫০°৫০′
উত্তর
৪°
পূর্ব।
এর উত্তরে উত্তর সাগর ও নেদারল্যান্ড, পূর্বে
জার্মানি ও
লুক্সেমবার্গ, দক্ষিণ ও পশ্চিমে
ফ্রান্স।
আয়তন:
৩০,৫২৮ বর্গকিলোমিটার (১১,৭৮৭ বর্গমাইল)।
জনসংখ্যা: ১,১৩,৫৮,৩৫৭ (২০১৭ খ্রিষ্টাব্দ)
ভাষা: বেলজিয়ামের প্রধান দুটি ভাষা হলো ডাচ ও ফ্লেমিশ। এছাড়া অঞ্চল বিশেষে, জার্মানি,
ফরাসি, ইংরেজি ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বেলজিয়ামের সংখ্যালঘু ভাষাগুলির মধ্যে
আরবি, তুর্কি, কাবিলে, স্পেনীয়, পর্তুগিজ এবং লেৎসেবুর্গেশ ভাষা অন্যতম।
ধর্ম: খ্রিষ্টান ৬০.৭%, নাস্তিক ৩২%,
ইসলাম ৫.২% অন্যান্য ২.১%
ইতিহাস:
নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে ১৮৩০ খ্রিষ্টাব্দের ৪ঠা অক্টোবর।
স্বাধীনতা লাভ করে ১৮৩৯ খ্রিষ্টাব্দের ১৯শে এপ্রিল। ১৯৫৭ খ্রিষ্টাব্দে ইউরোপীয়
ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়।
বেলজিয়ামের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব