স্ক্যান্ডিনেভিয়া
বানান
বিশ্লেষণ:
স্+ক্+য্+আ+ন্+ড্+ই+ন্+এ+ভ্+ই+য়্+আ।
উচ্চারণ:
skæn.ɖi.ne.via
(স্ক্যান.ডি.নে.ভি.আ)
স্ক্যান.ডি.নে.ভি.আ [ স্ক্যান্ একত্রে একাক্ষর তৈরি করে। পরবর্তী ডি.নে.ভি.আ একাক্ষর হিসেবে উচ্চারিত হয়।]
শব্দ-উৎস: ইংরেজি
Scandinavia>বাংলা
স্ক্যান্ডিনেভিয়া
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
ইউরোপীয়
|
অধিবাসী
|
ব্যক্তিসত্তা
|
জীবসত্তা
|
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
সমার্থ্ক শব্দাবলি:
স্ক্যান্ডিনেভিয়া।
ইংরেজি:
Scandinavia
সংস্কৃতি এবং ঐতিহ্যের বিচারের উত্তর ইউরোপের অঞ্চল বিশেষ। প্রাথমিক অবস্থায় নরওয়ে,
সুইডেন এবং ডেনমার্কের ঐতিহ্যগত রাজতন্ত্রের অধীনস্থ অঞ্চলকে স্ক্যান্ডিনেভিয়া বলা
হতো। এর ভিতরে নরওয়ে এবং সুইডেনকে স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ হিসেবে বিবেচনা করা হয়।
এই অঞ্চলের নিকটবর্তী অঞ্চল হিসেবে ফিনল্যান্ডকে অনেকে স্ক্যান্ডিনেভিয়ার অংশ
হিসেবে বিবেচনা করে থাকেন। কিন্তু এই অঞ্চলের অন্যান্য দেশের ভাষার সাথে
ফিনল্যান্ডের ভাষার তেমন মিল না থাকায়, ফিনল্যান্ডকে এই অঞ্চলের বাইরে রাখা হয়।
এছাড়া আইসল্যান্ড এবং ফারো দ্বীপপুঞ্জকে অনেকে স্ক্যান্ডিনেভেয়ার অংশ মনে করা হয়।
বর্তমানে স্ক্যান্ডিনেভিয়াসহ উত্তর ইউরোপের আরও কয়েকটি রাষ্ট্র এবং উত্তর আটলান্টিক
মহাসাগরের কয়েকটি অঞ্চলকে একত্রে নর্ডীয় বলা হয়। বর্তমানে নর্ডীয় অঞ্চলের তালিকায়
যে সকল নাম যুক্ত হয়েছে, তা হলো
−
ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে,
সুইডেন, ফারো দ্বীপপুঞ্জ, গ্রিনল্যান্ড, সভালবার্দ এবং অলান্দ দ্বীপপুঞ্জ।