সিলুরিয়ান
অধিযুগ
(Silurian
period)
৪৪.৩৮-৪১.৯২ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ
ফ্যানেরোজোয়িক
কালের
প্যালোজোয়িক যুগের
তৃতীয় অধিযুগ।
এই যুগের সূচনা হয়েছিল। ৪৪
কোটি ৩৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে, আর শেষ হয়েছিল ৪১ কোটি ৯২ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে।
এর পূর্ববর্তী অধিযুগ ছিল-ওর্ডোভিসিয়ান
অধিযুগ। ব্রিটিশ ভূবিজ্ঞানী রডেরিক মার্সিসোন
(Roderick Murchison)
১৮৩০ খ্রিষ্টাব্দের দিকে গ্রেট ব্রটেনের দক্ষিণ ওয়েল্সের স্টার্টা প্রস্তর পরীক্ষা
করে, এই অধিযুগের কথা ঘোষণা
করেন। তিনি
ওয়েল্সের কেল্ট গোষ্ঠীর একটি
শাখার নামানুসারে এই অধিযুগের নামকরণ করেন। ভূবিজ্ঞানীরা এই অধিযুগকে চারটি
অন্তঃযুগে ভাগ করেছেন। এই ভাগগুলো হলো-
(Llandovery):
৪৪.৩৮-৪৪.৩৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
প্লাকোডার্মি |
এই
পরিবেশে সাগরের জলে
গ্ন্যাথোস্টোমাটা
মৎস্য জাতীয়
প্রাণী থেকে প্লাকোডার্মি
(Placodermi)
জাতীয় মাছের উদ্ভব হয়। এই মাছের মাথা ও দেহকাণ্ড সংযোজক অংশ বর্মাবৃত
ছিল। এর কাছাকাছি সময়ে
গ্ন্যাথোস্টোমাটা অধপর্ব থেক উদ্ভব হয় অস্থি এবং তরুণাস্থির সমন্বয়ে মৎস্য।
১৮৪৬ খ্রিষ্টাব্দে ইংরেজ বিজ্ঞানী ওয়েন এর নাম দিয়েছিলেন- এ্যাকান্থোডি
(Acanthodii)।
বর্তমানে একে
গ্ন্যাথোস্টোমাটা অধপর্বের একটি শ্রেণি হিসেবে বিবেচনা করা হয়।
৪১ কোটি ৯২ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে, এই অধিযুগের শেষে শুরু হয় ডেভোনিয়ান অধিযুগ।
সূত্র: