সিলুরিয়ান অধিযুগ
(Silurian period)
৪৪.৩৮-৪১.৯২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ

ফ্যানেরোজোয়িক কালের প্যালোজোয়িক যুগের তৃতীয় অধিযুগ। এই যুগের সূচনা হয়েছিল। ৪৪ কোটি ৩৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে, আর শেষ হয়েছিল ৪১ কোটি ৯২ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে। এর পূর্ববর্তী অধিযুগ ছিল-ওর্ডোভিসিয়ান অধিযুগ। ব্রিটিশ ভূবিজ্ঞানী রডেরিক মার্সিসোন (Roderick Murchison) ১৮৩০ খ্রিষ্টাব্দের দিকে গ্রেট ব্রটেনের দক্ষিণ ওয়েল্‌সের স্টার্টা প্রস্তর পরীক্ষা করে, এই অধিযুগের কথা ঘোষণা করেন। তিনি ওয়েল্‌সের কেল্ট গোষ্ঠীর একটি শাখার নামানুসারে এই অধিযুগের নামকরণ করেন। ভূবিজ্ঞানীরা এই অধিযুগকে চারটি অন্তঃযুগে ভাগ করেছেন। এই ভাগগুলো হলো-

এই অধিযুগের ক্রমবিবর্তনের উল্লেযোগ্য বিষয়:

৪১ কোটি ৯২ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে, এই অধিযুগের শেষে শুরু হয় ডেভোনিয়ান অধিযুগ


সূত্র: