মাইক্রোগ্ন্যাথোজোয়া
Micrognathozoa

প্রাণিজগতের   ন্যাথিফেরা নামক থাকের অন্তর্গত একটি শ্রেণি বিশেষ ১৯৯৪ খ্রিষ্টাব্দে গ্রিনল্যান্ডের ডিস্কো দ্বীপের একটি ঝর্নাধারায় এই শ্রেণির একটি প্রজাতির সন্ধান পাওয়া যায়। বিজ্ঞানীর এই প্রআতির নামকরণ করেছেন- Limnognathia maerski Kristensen & Funch, 2000।  এই শ্রেণির প্রজাতিগুলো আনুবীক্ষিক

ক্রমবিবর্তনের ধারা

৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে ন্যাথিফেরা থাকের আদিম প্রজাতিসমূহ ৪টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো- ন্যাথোস্টোমুলিডা পর্ব, মাইক্রোন্যাথোজোয়া শ্রেণি, রোটিফেরা পর্ব, ও চিটোগ্ন্যাথা।


সূত্র :