|
ন্যাথিফেরা
Gnathifera
প্রাণিজগতের
প্রোটোস্টোমিয়া
নামক থাকের অন্তর্গত
একটি বিশেষ থাক বিশেষ। ২০৯৫
খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন
Ahlrichs
।
গ্রিক gnáthos
(চোয়াল) এবং ল্যাটিন fera
(বাহী) শব্দদ্বয়ের
সমন্বয়ে Gnathifera
শব্দটি তৈরি হয়েছে।
এই থাকের প্রাণীর মুখে প্রথম চোয়ালের আবির্ভাব হয়েছিল।
ক্রমবিবর্তনের ধারা
৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে ন্যাথিফেরা থাকের আদিম প্রজাতিসমূহ ৪টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো- ন্যাথোস্টোমুলিডা পর্ব, মাইক্রোগ্ন্যাথোজোয়া, রোটিফেরা ও চিটোগ্নাথা।
সূত্র :