রোটিফেরা
Rotifer

প্রাণিজগতের  ন্যাথিফেরা নামক থাকের অন্তর্গত একটি বর্গ বিশেষ ১৭৯৮ খ্রিষ্টাব্দে এই পর্বের নামকরণ করেছিলেন Cuvier। ল্যাটিন rota (চক্র) এবং fer (বাহী) শব্দদ্বয়ের সমন্বয়ে Rotifer শব্দটি তৈরি হয়েছে। এই কারণে সাধারণভাবে একে বলা হয় চক্র-প্রাণী (Wheel animal)। এই পর্বের প্রজাতিগুলো আণুবীক্ষিক বা প্রায় আণুবীক্ষিক।

ক্রমবিবর্তনের ধারা

৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে ন্যাথিফেরা থাকের আদিম প্রজাতিসমূহ তিনটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো- ন্যাথোস্টোমুলিডা পর্ব, মাইক্রোগ্ন্যাথোজোয়া শ্রেণি, রোটিফেরা পর্ব, ও চিটোগ্ন্যাথা।

১৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই পর্বের আদিম প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল। এই পর্বের আদিম প্রজাতিসমূহ ২টি শ্রেণিতে বিভাজিত হয়ে গিয়েছিল। এগুলো হলো- ইউরোটাটোরিয়া (
Eurotatoria) ও প্যারাটোরিয়া  (Pararotatoria)

 


সূত্র :