|
ক্রমবিবর্তনের ধারা
৫৪.১ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের কিছু পূর্বে
প্রোটোস্টোমিয়া
থাকের প্রজাতিসমূহের আবির্ভাব হয়েছিল।
৫৪.১-৫৪
কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে এই থাক ৩টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই
ভাগগুলো হলো-
স্পাইরালিয়া,
এক্ডাইসোজোয়া
ও
চিটোগ্নাথা
থাক
এর ভিতরে এক্ডাইসোজোয়া থাকের উদ্ভব হয়েছিল ৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিক। ৫৪.১-৫৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকটি বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-স্ক্যালিডোফোরা, নেমাটোইডা, সাইক্লোনিউরালিয়া ও প্যানার্থ্রোপোডা থাক। এর ভিতরে ৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে নেমাটোইডা থাক দুটি পর্বে বিভাজিত হয়ে গিয়েছিল। এই পর্ব দুটি হলো-
সূত্র :