নেমাটোমোর্ফা
Nematomorpha

প্রাণিজগতের প্রোটোস্টোমিয়া নামক থাকের অন্তর্গত একটি পর্ব বিশেষ ৮৬১ খ্রিষ্টাব্দে Diesing এই পর্বের নামকরণ করেছিলেন।

ক্রমবিবর্তনের ধারা
৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এক্‌ডাইসোজোয়া থাকের উদ্ভব হয়েছিল এই থাক থেকে ৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে নেমাটোইডা থাকের উদ্ভব হয়েছিল। পরে এই থাকটি দুটি পর্বে বিভাজিত হয়ে গিয়েছিল। এই পর্ব দুটি হলো- নেমাটোডানেমাটোমোর্ফা।

৫৪.১-৫৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে নেমাটোমোর্ফা পর্ব থেকে উদ্ভব হয়েছিল নেক্টোনেমাটোইডা শ্রেণির আদিম প্রজাতিসমূহ।