কিনোরাইন্‌চা
Kinorhyncha

প্রাণিজগতের প্রোটোস্টোমিয়া নামক থাকের অন্তর্গত একটি বর্গ থাক। বিজ্ঞানী Reinhar৮৮১ খ্রিষ্টাব্দে এই পর্বের নামকরণ করেছিলেন। এরা জলের বালি বা কাদাময় অংশে বসবাস করে। অনেক সময় এদেরকে কর্দম ড্রাগন বলা হয়। ক্যাম্ব্রিয়ান অধিযুগে এই পর্বের আদিম প্রজাতিগুলো দৈর্ঘ্য ছিল প্রায় ১ সেন্টিমিটার। কিন্তু ক্যাম্ব্রিয়ান অধিযুগের মধ্যভাগে এই পর্বের প্রজাতিগুলো দৈর্ঘ্য প্রায় ৪ সেন্টিমিটার অবধি পৌঁছেছিল।

ক্রমবিবর্তনের ধারা
৫৪.১-৫৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে এক্‌ডাইসোজোয়া থাক থেকে এই থাকের উদ্ভব য়েছিল। পরে ৫৪.১-৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) এই থাকে দুটি পর্বের উদ্ভব হয়েছিল। পর্ব দুটি হলো- কিনোরাইন্‌চা ও প্রিয়াপুলিডা। শ্রেণি

কিনোরাইন্‌চা পর্বের প্রজাতিগুলো দুটি শ্রেণিতে বিভাজিত হয়ে গিয়েছিল। এই শ্রেণি দুটো হলো- সাইক্লোরাগিডা ও এ্যাল্লোমালোরাগিডা। নিচে এই বর্গদুটির শ্রেণিবিভাজন দেখানো হলো-


সূত্র :

https://en.wikipedia.org/wiki/Kinorhyncha