লোরিসিফেরা
Loricifera

প্রাণিজগতের স্ক্যালিডোফোরা  নামক থাকের অন্তর্গত একটি পর্ব বিশেষ। বিজ্ঞানী Kristensen ১৯৮৩ খ্রিষ্টাব্দে এই পর্বের নামকরণ করেছিলেন। এরা প্রায় আণুবীক্ষিক প্রাণী।

ক্রমবিবর্তনের ধারা
৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে স্ক্যালিডোফোরা  থাক থেকে এই পর্বের উদ্ভব য়েছিল। পরে এই পর্ব থেকে উদ্ভব হয়েছিল ন্যানালোরিসিডা বর্গের আদিম প্রজাতিসমূহ। এই আদিম প্রজাতিসমূহ বিবর্তিত হয়ে উৎপন্ন হয়েছিল- তিনটি গোত্র। এই গোত্রগুলো হলো-


সূত্র :