জেনাকোয়েলোমোর্ফা
Xenacoelomorpha
প্রাণিজগতের
বিলাটেরিয়া
থাকের অন্তর্গত একটি
থাক বিশেষ। ২০১১ খ্রিষ্টাব্দে
Philippe এর নামকরণ করেছিলেন।
ক্রমবিবর্তনের ধারা
৫৬ থেকে ৫৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
বিলাটেরিয়া থাক
দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি হলো-
-
প্রোয়ার্টিকুলাটা
পর্ব: আবির্ভাবকাল ৫৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
বিলুপ্ত কাল ৫৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
-
নেফ্রোজোয়া থাক:
আবির্ভাবকাল ৫৫.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ক্রমবিবর্তনের
ধারায় এদের দেহে সিলোম ও স্নায়ুরজ্জুর আবির্ভাব ঘটেছিল।
৫৫.৮ থেকে ৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে নেফ্রোজোয়া
থাকটি ৩টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল।
এগুলো হলো- জেনাকোয়েলোমোর্ফা পর্ব,
প্রোটোস্টোমিয়া
থাক এবং
ডুটারিস্টোমিয়া ঊর্ধবপর্ব।
প্রজাতিভেদে জেনাকোয়েলোমোর্ফা পর্বের
আকার ছিল লম্বা বা গোলাকার। এদের দেহে খাঁচ ছিল, কিন্তু সত্যিকারের
খণ্ডায়ন বলতে যা বুঝায় তেমনটা ছিল না। খাদ্য গ্রহণের সময় এরা মুখ খুলে সরাসরি
শরীরের গ্রহণ করতো। এই পর্বের প্রাণি ৫৫.৫ কোটি খ্রিষ্টাব্দের ভিতরে দুটি উপপর্বে
বিভাজিত হয়ে গিয়েছিল। এই উপপর্ব দুটি হলো-জেনাটুর্বেলিডা এবং একোয়েলোমোর্ফাুর্বেলা
(Xenoturbella)
উপপর্ব:
আবির্ভাবকাল ৫৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ১৯৪৯
খ্রিষ্টাব্দে এর নামককরণ করেছিলেন
Westblad।
এদের দেহ লম্বায় এরা দুই এক
সেন্টিমিটার ছিল। এই উপপর্ব থেকে উদ্ভব হয়েছিল জেনোটুর্নেলিডি
(Xenoturbellidae)
গোত্র এবং এই গোত্র থেকে উদ্ভব হয়েছিল জেনোটুর্বেল্লা
(Xenoturbella)
গণ। ১৯১৫ খ্রিষ্টাব্দে এই গণের
Xenoturbella bocki
নামক প্রজাতি প্রথম আবিষ্কার করেছিলেন
Sixten Bock।
একোয়েলোমোর্ফা
(Acoelomorpha): আবির্ভাবকাল ৫৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
১৯৮৫ খ্রিষ্টাব্দে এই উপপর্বের নামকরণ করেছিলেন
Ehlers।
এদের দেহ ছিল গোলাকার এবং বেশ
নরম। আদিতে এদের উৎপত্তি সমুদ্রের লোনা বসবাস করতো। পর্বর্তী সময়ে এদের
কিছু প্রজাতি স্বাদু পানিতে বসবাসে অভ্যস্থ হয়ে উঠেছিল।
৫৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
ভিতরে এই উপপর্ব থেকে দুটি ভাগে বিভাজিত হয়েছিল গিয়েছিল। এই ভাগ দুটি
হলো- একোয়েলা বর্গ এবং নেনের্টোডেরনাটিডা শ্রেণি
- একোয়েলা বর্গ: ১৮৭০ খ্রিষ্টাব্দে এই বর্গের নামকরণ করেছিলেন
Uljanin। ২০১১ খ্রিষ্টাব্দে
বিজ্ঞানী
Zhang
এই বর্গের প্রজাতিসমূহের শ্রেণিবিভাজনের একটি রূপরেখা প্রদান করেছেন।
এই রূপরেখাটি হলো-
- Family Actinoposthiidae
Hooge, 2001
- Family Antigonariidae
Dörjes, 1968
- Family Antroposthiidae
Faubel, 1976
- Family Nadinidae Dörjes,
1968 [Myostomellidae Riedl, 1954]
- Family Taurididae Kostenko,
1989
- Family Diopisthoporidae
Westblad, 1940
- Bitesticulata Jondelius et
al., 2011
- Family Paratomellidae
Dörjes, 1966
- Bursalia Jondelius et al.,
2011
- Prosopharyngida Jondelius
et al., 2011
- Family Hallangiidae
Westblad, 1946
- Family Hofsteniidae Bock,
1923
- Family Solenofilomorphidae
Dörjes, 1968
- Crucimusculata Jondelius
et al., 2011
- Family Dakuidae Hooge,
2003
- Family Isodiametridae
Hooge & Tyler, 2005
- Family Otocelididae
Westblad, 1948
- Family Proporidae Graff,
1882 (incl. Haploposthiidae Westblad, 1948; Polycanthiidae Hooge,
2003)
- Aberrantospermata
Jondelius et al., 2011
- Family Mecynostomidae
Dörjes, 1968 (incl. Childiidae Dörjes, 1968]
- Family Convolutidae Graff,
1905 (incl. Anaperidae Dörjes, 1968; Sagittiferidae Kostenko &
Mamkaev, 1990)
নেনের্টোডেরনাটিডা শ্রেণি:
১৯৪০ খ্রিষ্টাব্দে এই বর্গের নামকরণ করেছিলেন
Karling। এই বর্গের দুটি
গোত্র রয়েছে। এই গোত্র দুটি হলো- এ্যাস্কোপারিডি এবং নেমের্টোডের্মাটিডি।
-
এ্যাস্কোপারিডি
(Ascopariidae):
এই গোত্রে রয়েছে দুটি গণ। এই গণ দুটি হলো-
Ascoparia
ও Flagellophora।
- Ascoparia Sterrer,
1998
- Ascoparia neglecta
Sterrer, 1998
- Ascoparia secunda
Sterrer, 1998
- Flagellophora
Faubel & Dorjes, 1978
- Flagellophora apelti
Faubel & Dorjes, 1978
-
নেমের্টোডের্মাটিডি
(Nemertodermatidae):
এই গোত্রে রয়েছে ৪টি গণ। এই গণ ৪টি হলো- মাইরা, নেমের্টিনোইডেস,
নেমের্টোডের্মা, স্টেরেইরা।
-
Meara,
Westblad, 1949):
- Meara stichopi Westblad, 1949
- Nemertinoides
- Nemertinoides
elongatus Riser, 1987
- Nemertinoides
glandulosum Meyer-Wachsmuth, Curini Galletti & Jondelius, 2014
- Nemertinoides
wolfgangi Meyer-Wachsmuth, Curini Galletti & Jondelius, 2014
- Nemertoderma
- Nemertoderma bathycola
Steinböck, 1930
- Nemertoderma westbladi
(Westblad, 1937) Steinbock, 1938
- Sterreria
- Sterreria boucheti
Meyer-Wachsmuth, Curini Galletti & Jondelius, 2014
- Sterreria lundini
Meyer-Wachsmuth, Curini Galletti & Jondelius, 2014
- Sterreria martindalei
Meyer-Wachsmuth, Curini Galletti & Jondelius, 2014
- Sterreria monolithes
Meyer-Wachsmuth, Curini Galletti & Jondelius, 2014
- Sterreria papuensis
Meyer-Wachsmuth, Curini Galletti & Jondelius, 2014
- Sterreria psammicola
Sterrer, 1970
- Sterreria rubra
Faubel, 1976
- Sterreria variabilis
Meyer-Wachsmuth, Curini Galletti & Jondelius, 2014
- Sterreria ylvae
Meyer-Wachsmuth, Curini Galletti & Jondelius, 2014
সূত্র :