জেনাকোয়েলোমোর্ফা
Xenacoelomorpha

প্রাণিজগতের
বিলাটেরিয়া থাকের অন্তর্গত একটি থাক বিশেষ। ২০১১ খ্রিষ্টাব্দে Philippe এর নামকরণ করেছিলেন।

ক্রমবিবর্তনের ধারা
৫৬ থেকে ৫৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
বিলাটেরিয়া
থাক দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি হলো-

প্রজাতিভেদে জেনাকোয়েলোমোর্ফা পর্বের আকার ছিল লম্বা বা গোলাকার। এদের দেহে খাঁচ ছিল, কিন্তু সত্যিকারের খণ্ডায়ন বলতে যা বুঝায় তেমনটা ছিল না। খাদ্য গ্রহণের সময় এরা মুখ খুলে সরাসরি শরীরের গ্রহণ করতো। এই পর্বের প্রাণি ৫৫.৫ কোটি খ্রিষ্টাব্দের ভিতরে দুটি উপপর্বে বিভাজিত হয়ে গিয়েছিল। এই উপপর্ব দুটি হলো-জেনাটুর্বেলিডা এবং একোয়েলোমোর্‌ফা

সূত্র :