|
ইউন্যাথোস্টোমাটা
Eugnathostomata
ভার্টিব্রাটা
উপপর্বের অধপর্বের অন্তর্গত একটি থাক
বিশেষ।
ক্রমবিবর্তনের ধারা
৫২ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
ওল্ফ্যাক্টোরেস
থাক থেকে উৎপন্ন হয়েছিল
ভার্টিব্রাটা
উপপর্বের প্রজাতিসমূহ।
এরপর
৫২ থেকে ৪১.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
ভার্টিব্রাটা উপপর্বের
প্রাণিকুল বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-
অগ্নাথাস ঊর্ধশ্রেণি। আবির্ভাব কাল ৫২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
ন্যাথোস্টোমাটা অবপর্ব। আবির্ভাব কাল ৪৬.২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
প্যালিওস্পোন্ডিলাস গণ: আবির্ভাব কাল ৪১.৯২-৩৫.৮৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
সাইক্লোস্টোমাটা। আবির্ভাব কাল ৪১.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
প্লাকোডার্মি শ্রেণি: আবির্ভাব কাল ৪২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
ইউন্যাথোস্টোমাটা থাক: আবির্ভাব কাল ৪২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
টেলোস্টোমি শ্রেণি: আবির্ভাব কাল ৪৪.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
ডেভোনিয়ান অধিযুগের (৪১.৯২-৩৫.৮৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) শুরুর দিকে ইউন্যাথোস্টোমাটা দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো- ওস্টেইক্থিস ও কন্ড্রিক্থিস শ্রেণি।
সূত্র :