ইউন্যাথোস্টোমাটা
Eugnathostomata

ভার্টিব্রাট উপপর্বের অধপর্বের অন্তর্গত একটি থাক বিশেষ।
 

ক্রমবিবর্তনের ধারা
৫২ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ওল্‌ফ্যাক্টোরেস থাক থেকে উৎপন্ন হয়েছিল ভার্টিব্রাটা উপপর্বের প্রজাতিসমূহ।
এরপর
৫২ থেকে ৪১.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণিকুল বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-

৪৪.৫ থেকে ৪৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ন্যাথোস্টোমাটা অবপর্ব্বের প্রজাতিকুলের পরিবর্তন ঘটে। এই বিবর্তনের সূত্রে এই অবপর্বের প্রাণিকুল কয়েকটি ভাগে ভাগ হয়ে যায়। এই ভাগগুলো হলো-

ডেভোনিয়ান অধিযুগের (৪১.৯২-৩৫.৮৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) শুরুর দিকে ইউন্যাথোস্টোমাটা দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো- ওস্টেইক্‌থিস কন্ড্রিক্‌থিস শ্রেণি


সূত্র :