প্লাকোডার্মি
Placodermi

ভার্টিব্রাট উপপর্বের অধপর্ব বিশেষ। চোয়ালযুক্ত মুখ রয়েছে এমন প্রাণীদের এই উপপর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রিক γνάθος (gnathos) শব্দের অর্থ হলো চোয়াল এবং στόμα (stoma) শব্দের অর্থ হলো মুখ। এই দুটি শব্দের সমন্বয়ে Gnathostomata শব্দটির নাম দাঁড়ায় চোয়ালযুক্ত মুখ। ১৮৭৪ খ্রিষ্টাব্দে জার্মান বিজ্ঞানী Karl Gegenbaur এর নামকরণ করেছিলেন।

ক্রমবিবর্তনের ধারা
৫২.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দে প্রাণিজগতের ডুটারিস্টোমিয়া ঊর্ধবপর্ব থেকে উদ্ভব হয়েছিল কর্ডাটা পর্বের প্রাণিকুল। এর পরপরই কর্ডাটা পর্ব কয়েকটি উপপর্বে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো-

৫২.১-৫২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে কর্ডাটা পর্ব বিভাজিত হয়ে গিয়েছিল। এই বিভাজানের সূত্রে আবির্ভাব ঘটেছিল কয়েকটি উপপর্বের প্রাণিকুল। এগুলো হলো-

৫২ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ওল্‌ফ্যাক্টোরেস থাক থেকে উৎপন্ন হয়েছিল ভার্টিব্রাটা উপপর্বের প্রজাতিসমূহ।
এরপর
৫২ থেকে ৪১.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণিকুল বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-

৪৪.৫ থেকে ৪৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ন্যাথোস্টোমাটা অবপর্ব্বের প্রজাতিকুলের পরিবর্তন ঘটে। এই বিবর্তনের সূত্রে এই অবপর্বের প্রাণিকুল কয়েকটি ভাগে ভাগ হয়ে যায়। এই ভাগগুলো হলো-

৪২ থেকে ৩৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে প্লাকোডার্মি শ্রেণির প্রাণিকুল বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো। 


সূত্র :