|
থেরিফর্ম্স
Theriiformes
স্তন্যপায়ী
প্রাণীর একটি
উপশ্রেণি বিশেষ।
১৯৯৭ খ্রিষ্টাব্দে এই উপশ্রেণির নামকরণ করেছিলেন
ম্যাককেন এবং বেল
(McKenna
& Bell)।
ট্রায়াসিক অধিযুগের ২২ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
স্তন্যপায়ী
প্রাণিকুল থেকে এই উপশ্রেণির প্রাণিকুলের উদ্ভব হয়েছিল।
উপশ্রেণির মূলধারা থেকে উদ্ভব হয়
দুটি থাক। এই থাক দুটি হলো-
হোলোথেরিয়া (Holotheria): এই থাকের প্রাণিকুল বিকশিত হয়েছিল স্তন্যপায়ী প্রাণিকুলের মূলধারা হিসেব।
এল্লোথেরিয়া (Allotheria): ১৫.৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দে থেরিফর্ম্স থেকে এই ক্ষুদ্রশ্রেণির উৎপত্তি হয় পৃথক ধারা হিসেবে। উল্লেখ্য, মিয়োসিন অন্তঃযুগের বার্ডিগ্যালিয়ান আমল (২.৪৪-১.৫৯৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) ১ কোটি ৭৫ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই ক্ষুদ্রশ্রেণির সকল প্রাণী বিলুপ্ত হয়ে যায়।