বার্ডিগ্যালিয়ান আমল
Burdigalian age
২.০৪৪-১.৫৯৭
কোটি খ্রিষ্টপূর্বাব্দ
এটি
মিয়োসিন
অন্তঃযুগের
যুগের দ্বিতীয় আমল। ২ কোটি ৪
লক্ষ ৪০ হাজার
খ্রিষ্টপূর্বাব্দে এই আমলের সূচনা হয়েছিল এবং
১ কোটি ৫৯ লক্ষ ৭০ হাজার
খ্রিষ্টপূর্বাব্দে এই
আমল শেষ হয়েছিল। ফ্রান্সের Bordeaux
শহরের ল্যাটিন নাম ছিল
Burdigala।
১৮৯২ খ্রিষ্টাব্দে বিজ্ঞানভিত্তিক সাহিত্যকর্মে
Charles Depéret
এই নামটি প্রথম ব্যবহার করেছিলেন। এই আমলের পরে শুরু হয়েছিল
ল্যাঙ্ঘিয়ান আমল।
এই আমলের উল্লেখযোগ্য ঘটনা
১ কোটি ৮০ লক্ষ বৎসর পূর্বে হোমিনোইডে Hominoidea ঊর্ধ্বগোত্র দুটি ভাগে ভাগ হয়ে যায়। এর একটি ভাগ হলো হোমিনিডে (Hominidae) গোত্রের প্রাণীসমূহ। এই গোত্রের প্রাণীগুলোর ভিতরে রইলো ওরাংওটাং, গরিলা, শিম্পাঞ্জি ও মানুষ (Homo sapiens)। অন্যভাগে রয়ে যায় Hylobatidae গোত্রের প্রাণীকূল তথা সকল প্রকার গিবোন।