ইউথেরিয়া
Eutheria
 

স্তন্যপায়ী প্রাণীর একটি থাক বিশেষ। ১৮৮০ খ্রিষ্টাব্দে এই থাক সম্পর্কে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেন হাক্সলি। ১৮৮২ খ্রিষ্টাব্দে থিয়োডোর গ্রিল, গ্রিক /juːˈθɪəriə/; থেকে এই নামটি গ্রহণ করেন হয়েছে। এর অর্থ সত্যিকারের পশু।

১৬ থেকে ১৩ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
স্তন্যপায়ী প্রাণীর থেরিয়া থাকের প্রাণিকুলে এক ধরনের পরিবর্তন ঘটেছিল। এই থাকের কিছু কিছু প্রজাতির পেটের সাথে অতিরিক্ত থলের সৃষ্টি হয়েছিল। এরা নবজাতককে এই থলেতে রেখে বড় করে তুলতো। এই সূত্রে সৃষ্টি হয়েছিল মেটাথরিয়া থাক। আবার কিছু প্রজাতির জরায়ুতে অমরার সৃষ্টি হয়েছিল। এই অমরা দিয়ে স্ত্রী প্রাণীর গর্ভস্থ শিশুর খাদ্য পেতো। এই সূত্রে সৃষ্টি হয়েছিল ইউথেরিয়া জাতীয় প্রজাতিসমূহ।

তাই জননথলি ও অমরাযুক্ত প্রাণিকুলের বিচারে  এদেরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগ দুটি হলো-


সূত্র: