আট্লান্টোজেনাটা
Atlantogenata স্তন্যপায়ীপ্রাণীর একটি থাক বিশেষ।
৬.৫
কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে
প্লাসেন্টালিয়া
প্রাণিকুল থেকে
আট্লান্টোজেনাটা
থাক পৃথক হয়ে গিয়েছিল। আর মূল ধারায় থেকে গিয়েছিল
এক্সাফ্রোপ্লাসেন্টালিয়া
থাকের প্রাণিকুল।
৬.৫ কোটি খ্রিষ্টাব্দের দিকে
আট্লান্টোজেনাটা থাক বিভাজিত হয়ে
আফ্রোথেরিয়া
ঊর্ধবর্গের প্রজাতিসমূহের উদ্ভব হয়।