প্যালেয়োসিন  অন্তঃযুগ

Paleocene  epoch
৬.৬-৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
 

এটি সেনোজোয়িক যুগের অন্তর্গত প্যালেয়োজেন অধিযুগের প্রথম অন্তঃযুগ। ৬ কোটি ৬০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই অন্তঃযুগের সূচনা হয়েছিল। ৫ কোটি ৬০ লক্ষ বৎসর আগে এই অন্তঃযুগ শেষ হয়েছে।

এই অন্তঃযুগকে তিনটি আমলে ভাগ করা হয়েছে। এই ভাগ তিনটি হলো

এই অন্তঃযুগের শুরু দিকে পৃথিবী বেশে শীতল দশায় পৌঁছেছিল। তবে শেষের দিকে বেশ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। এর ফলে গ্রিনল্যান্ড ও দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া অঞ্চলে উদ্ভিদে ছেয়ে গিয়েছিল। এই অন্তঃযুগে মেরু অঞ্চল শীতল আবহাওয়া বিরাজ করলেও, উত্তর আমেরিকা, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চল বেশ উষ্ণ ছিল।

এই অন্তঃযুগে মহাদেশগুলো বিচ্ছিন্ন বর্তমান অবস্থানে আসার প্রক্রিয়া শুরু হয়। শুরুর দিকে উত্তর আমেরিকা এবং এশিয়া একটি সংযোজক স্থলভূমি দিয়ে যুক্ত ছিল। উত্তর আমেরিকা থেকে গ্রিনল্যান্ড পৃথক হয়ে গিয়েছিল পরবর্তী সময়ে।

ইউথেরিয়া থাক থেকে ৬.৬-৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) শুরুর দিকে অমরাযুক্ত (Placentalia) স্তন্যপায়ী প্রাণির আবির্ভাব ঘটে। জীববিজ্ঞানীরা এই জাতীয় স্তন্যপায়ীদের প্লাসেন্টালিয়া ক্ষুদ্রশ্রেণি হিসেবে অভিহিত করেছেন। এই ক্ষুদ্রশ্রেণি ৬.৬-৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে দুটি বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-

৬.৫ কোটি খ্রিষ্টাব্দের দিকে আট্‌লান্টোজেনাটা থাক বিভাজিত হয়ে আফ্রোথেরিয়া ঊর্ধবর্গের প্রজাতিসমূহের উদ্ভব হয়। প্লাসেন্টালিয়া ক্ষুদ্রশ্রেণির প্রজাতিগুলোর অপর থাকটির নামকরণ করা হয়েছে এক্সাফ্রোপ্লাসেন্টালিয়া নামে অভিহিত করে থাকেন।

৬ কোটি খ্রিষ্ট-পূর্বাব্দের দিকে আফ্রোথেরিয়া ঊর্ধবর্গ দুটি থাকে ভাগ হয়ে যায়। এই থাক দুটি হলো- আফ্রোইনসেক্টিফিলা পিনুঙ্গুলাটা। এই সময়েই পিনুঙ্গুলাটা থাক বিভাজিত হয়ে যায়। এই বিভাজিত হয়ে উদ্ভ হয় টেথিথেরিয়া থাক ও হাইরাকোডিয়া বর্গে স্তন্যপায়ী।


টেথিথেরিয়া থাকের মূলধারা থেকে ৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে প্রোবোস্‌সিডিয়া বর্গের প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল। ক্রমবিবর্তনের ধারায় এই বর্গের প্রাণুকূলের নিচের দাঁত বর্ধিত হয়ে গজদন্তে পরিণত হয়েছিল। এদের পা স্তম্ভের আকার ধারণ করেছিল। পায়ের পাতায় পাঁচটি আঙুল থাকলেও পুরু গোলাকার পেশির দ্বারা প্যাডের সৃষ্টি করেছিল। এছাড়া নাসিকার ক্রমবর্ধমান দশায় শুঁড় তৈরি হয়েছিল। খাদ্যের বিচারেও এরা পুরোপুরি তৃণভোজী হয়ে উঠেছিল। মূলত এদের মাধ্যমে ম্যামোথ ও আধুনিক হাতির উদ্ভব হয়েছিল।

এই অন্তযুগের শুরুর দিকে ৬ কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের প্রাইমেটদের আদর্শরূপ বিকশিত হয়েছিল। ৬ কোটি ৩০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই বর্গের প্রাণীরা দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বিকশিত হয়ে উঠেছিল। বিজ্ঞানীরা এই ভাগ দুটিকে দুটি উপবর্গ হিসাবে চিহ্নিত করেছেন। এই উপবর্গ দুটি হলো

স্ট্রেপ্সির্‌হৃনি  (Strepsirrhin)
হ্যাপ্লোর্‌হৃনি (Haplorrhini)


সূত্র