ইয়োসিন  অন্তঃযুগ
৫.৬-৩.৩৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ

ইংরেজি: Eeocene  epoch
 

এটি সেনোজোয়িক (Cenozoic) যুগের অন্তর্গত প্যালেওজেন অধিযুগের দ্বিতীয় অন্তঃযুগ। ৫ কোটি ৫৬ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই অন্তঃযুগের সূচনা হয়েছিল। ৩ কোটি ৩৯ লক্ষ খ্রিষ্টাব্দে এই অন্তঃযুগ শেষ হয়েছে। অন্তঃযুগের শেষে আরম্ভ হয়েছে ওলিগোসিন (Oligocene) অন্তঃযুগ। এই অন্তঃযুগকে তিনটি আমলে ভাগ করা হয়েছে। এই ভাগ তিনটি হলো
 

১. ইউপ্রেসিয়ান আমল: ৫.৬- ৪.৭৮  কোটি খ্রিষ্টপূর্বাব্দ
২.
লুটেশিয়ান আমল:  ৪.৭৮-৪.১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
৩.
বার্টোনিয়ান আমল: ৪.১২-৩.৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
৪.
প্রিয়াবোনিয়ান আমল: ৩.৮-৩.৩৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ

 

এই অন্তঃযুগের শুরু দিকে স্তন্যপায়ী শ্রেণির প্রোবোস্‌সিডিয়া বর্গের মোয়েরিথেরিয়াম গণের প্রজাতিকুলের আবির্ভাব হয়েছিল। তবে ৩.৩৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে মোয়েরিথেরিয়াম গণের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই বিচারে বলা যায় মোয়েরিথেরিয়াম গণের প্রজাতিরা ছিল ইয়োসিন অন্তঃযুগের।

 

এই সময়ের ভিতরে গণ্ডারের আদিপুরুষ রাইনোইসেরোটিডায়ি গোত্রের উদ্ভব হয়েছিল।
 


সূত্র

https://notendur.hi.is/
http://en.wikipedia.org/wiki/Eocene