রাইনোইসেরোটিডায়ি
Rhinocerotidae

স্তন্যপায়ী শ্রেণির প্রাণীর একটি বর্গ। ১৮৪৫ খ্রিষ্টাব্দে এই বর্গের নামকরণ করেছিলেন ইংরেজ জীববিজ্ঞানী ওয়েন।

ধারণা করা হয়
ইউপ্রেসিয়ান আমল শুরুর দিকে অর্থাৎ ৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে পেরিসস্সোডাক্টাইলা
বর্গ থেকে এই গোত্রে প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল। এই গোত্র থেকে উদ্ভব হয়েছিল সকল ধরনের গণ্ডার। গণের বিচারে এই গোত্রকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। এগুলো হলো-

উল্লিখিত এই তিনটি গণের প্রজাতিগুলো আফ্রিকা, ভারতবর্ষ, চীন ও ইন্দোনেশিয়ায় দেখা যায়। অবশিষ্ট তিনটি গণের গণ্ডার বিলুপ্ত হয়ে গেছে। এগুলো হলো-


 

সূত্র: