স্তন্যপায়ী
শ্রেণির প্রাণীর অন্তর্গত
প্লাসেন্টালিয়া
ক্ষুদ্রশ্রেণির
একটি থাক বিশেষ।
এই থাক থেকে উদ্ভব হয়েছিল বিড়াল, হায়না, কুকুর, ভালুক, ঘোড়া, গণ্ডার,
জলহস্তী, উট, শুকর ইত্যাদি।
প্লাসেন্টালিয়া ক্ষুদ্রশ্রেণি
৬.৬-৬.৫
কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে দুটি বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো- আট্লান্টোজেনাটা ও
এক্সাফ্রোপ্লাসেন্টালিয়া ।
৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
এক্সাফ্রোপ্লাসেন্টালিয়া
থাক থেকে উদ্ভব হয়েছিল বোরেয়োইউথেরিয়া থাকের প্রাণিকুল। প্রায় একই থাকের
প্রাণিকুল দুই ভাগে বিভাজিত হয়ে যায়। ভাগ দুটি হলো-
ইউআর্কোন্টোগ্লিরেস ঊর্ধবর্গ ও
লাউরেশিয়াথেরিয়া
থাক।
৫.৬-৩.৩৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
ভিতরে
লাউরাসেয়াথেরিয়া থাক দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি হলো- ইউলিপোটাইফ্লা
বর্গ ও
স্ক্রোটিফেরা থাক।
৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
স্ক্রোটিফেরা থাক
থেকে উদ্ভব হয় চিরোপ্টেরা বর্গের প্রাণিকুল। অবশিষ্ট প্রাণিকুলকে বিজ্ঞানীরা
ফেরেয়ুঙ্গুলাটা থাক হিসেবে উল্লেখ করে থাকেন। এই থাকের প্রাণিকুল দুটি থাকে বিভাজিত হয়ে গিয়েছিল এই
সময়ে। এই থাক দুটি হলো- আঙ্গুলাটা ও ফেরি।