আঙ্গুলাটা
Ungulata

স্তন্যপায়ী শ্রেণির প্রাণীর অন্তর্গত প্লাসেন্টালিয়া ক্ষুদ্রশ্রেণির একটি থাক বিশেষ। এই থাক থেকে উদ্ভব হয়েছিল ক্ষুরযুক্ত পা রয়েছে এমন প্রজাতিসমূহ।

৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
স্ক্রোটিফেরা থাক থেকে উদ্ভব হয় চিরোপ্‌টেরা বর্গের প্রাণিকুল। অবশিষ্ট প্রাণিকুলকে বিজ্ঞানীরা ফেরেয়ুঙ্গুলাটা থাক হিসেবে উল্লেখ করে থাকেন।

এই থাকের কিছু প্রজাতির পায়ে নখযুক্ত থাবার উদ্ভব হয়। আর কিছু প্রজাতির পায়ে খুরের উদ্ভব হয়। এই সূত্রে বিজ্ঞানীরা এই থাকের প্রাণুকুলকে দুটি ভাগে ভাগ করেছেন। এই ভাগ দুটি হলো

৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে আঙ্গুলাটা থাকের অন্তর্ভুক্ত প্রাণীদের পায়ে খুরের নানারূপ পরিবর্তন ঘটেছিল। বর্তমানে খুরের বিভাজনের উপর ভিত্তি করে এই থাকের প্রজাতিগুলোকে ভাগ করা হয়েছে। যেমন-


 

 

 

 

 

সূত্র: