পেরিসস্সোডাক্টাইলা
Perissodactyla

স্তন্যপায়ী শ্রেণির প্রাণীর একটি বর্গ। ১৮৪৮ খ্রিষ্টাব্দে এই বর্গের নামকরণ করেছিলেন ইংরেজ জীববিজ্ঞানী ওয়েন।

ধারণা করা হয়
ইউপ্রেসিয়ান আমল শুরুর দিকে অর্থাৎ ৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে স্তন্যপায়ীর প্রাণীর
 আঙ্গুলাটা  থাকের প্রজাতিসমূহের পায়ের গঠনে বিরাট পরিবর্তনের সূচনা হয়েছিল। বিশেষ করে এদের পায়ের খুরের পরিবর্তন ঘটেছিল। শরীরের ভার বহনের ক্ষেত্রে এই বর্গের প্রাণীর একক বা বেজোড় সংখ্যক খুর ব্যবহৃত হতো, কিছু প্রাণী আবার জোড় সংখ্যক খুর ব্যবহার করতো। এই সংখ্যার ভিত্তিতে  আঙ্গুলাটা থাকে প্রজাতিগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগ দুটি হলো- আর্টিয়োডাক্টাইলা পেরিস্সোডাক্টাইলা

পেরিস্সোডাক্টাইলা বর্গের প্রজাতির রয়েছে বিজোড়-সংখ্যক খুর। এই বর্গ থেকে উদ্ভব হয়েছিল ঘোড়া, গাধা, জেব্রা, গণ্ডার, টাপির ইত্যাদি।

পেরিস্সোডাক্টাইলা বর্গের প্রাণীদের উদ্ভব হয়েছিল প্রায় ৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। এই বর্গটি ৫.৬ থেকে ৫.৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে তিনটি গোত্রে বিভাজিত হয়ে গিয়েছিল। এই গোত্রগুলো হলো-


সূত্র :