পেরিস্সোডাক্টাইলা
বর্গের প্রজাতির রয়েছে বিজোড়-সংখ্যক খুর। এই বর্গ থেকে উদ্ভব হয়েছিল ঘোড়া, গাধা, জেব্রা, গণ্ডার, টাপির ইত্যাদি।
পেরিস্সোডাক্টাইলা বর্গের প্রাণীদের উদ্ভব হয়েছিল প্রায় ৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। এই বর্গটি ৫.৬ থেকে ৫.৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে তিনটি গোত্রে বিভাজিত হয়ে গিয়েছিল। এই গোত্রগুলো হলো-
- রাইনোইসেরোটিডায়ি
[Rhinocerotidae]: আবির্ভাব কাল ৫.৬ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে। এই গোত্র থেকে উদ্ভব হয়েছিল সকল ধরনের গণ্ডার।
- টাপিরডায়ি
[Tapiridae]: আবির্ভাব কাল
৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে।
এই গোত্র থেকে উদ্ভব হয়েছিল সকল টাপির।
- ইকুইডায়ি
[Equidae]:
আবির্ভাব কাল ৫.৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
এই গোত্র থেকে উদ্ভব হয়েছিল ঘোড়া, গাধা ও জেব্রা।
সূত্র :
https://www.britannica.com/animal/rhinoceros-mammal
https://www.awf.org/wildlife-conservation/rhinoceros
https://www.livescience.com/27439-rhinos.html
https://animaldiversity.org/accounts/Rhinoceros/