ইউপ্রেসিয়ান আমল
Ypresian Age
(৫.৬-৪.৭৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)


ইয়োসিন অন্তঃযুগের প্রথম আমল। ৫ কোটি ৬০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই আমল শুরু হয় এবং শেষ হয় ৪ কোটি ৭৮ লক্ষ  খ্রিষ্টপূর্বাব্দে। ১৮৫০ খ্রিষ্টাব্দে বেলজিয়ান ভূতাত্ত্বিক André Hubert Dumon এই আমল সম্পর্কে প্রথম ধারণা দেন। বেলজিয়ান একটি শহরের নাম Epres থেকে এই নামটি গ্রহণ করা হয়েছে।

এই আমলের শুরুর দিকে স্তন্যপায়ী শ্রেণির প্রোবোস্‌সিডিয়া বর্গের মোয়েরিথেরিয়াম গণের প্রজাতিকুলের আবির্ভাব হয়েছিল। অন্যদিকে ৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের শুরুর দিকে স্তন্যপায়ীর প্রাণীর পায়ের গঠনে বিরাট পরিবর্তনের সূচনা হয়েছিল। এই পরিবর্তনের ধারায় কিছু প্রজাতির পায়ে নখযুক্ত থাবার উদ্ভব হয়েছিল। আর কিছু প্রজাতির পায়ে খুরের উদ্ভব হয়েছিল। এই সূত্রে বিজ্ঞানীরা এই থাকের প্রাণিকুলকে দুটি ভাগে ভাগ করেছেন। এই ভাগ দুটি হলো

৫.৬-৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে  আঙ্গুলাটা থাকের অন্তর্ভুক্ত প্রাণীদের পায়ে খুরের নানারূপ পরিবর্তন ঘটেছিল। শরীরের ভার বহনের ক্ষেত্রে কোনো প্রাণীর একক বা বেজোড় সংখ্যক খুর ব্যবহৃত হতো, কিছু প্রাণী আবার জোড় সংখ্যক খুর ব্যবহার করতো। এই সংখ্যার ভিত্তিতে  আঙ্গুলাটা থাকে প্রজাতিগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগ দুটি হলো-


সূত্র