|
জাপানে সংরক্ষিত মোয়েরিথেরিয়াম -এর কঙ্কাল |
মোয়েরিথেরিয়াম গণের প্রজাতিগুলো দেখতে ছিল অনেকটা শুকরের মতো। এদের কাঁধ বরাবর উচ্চতা ছিল ৭০ সেন্টিমিটার (২.৩ ফুট) এবং ওজন ছিল ২৩৫ কিলোগ্রাম।
শিল্পী হেনরিখ হার্দার-এর তুলিতে মোয়েরিথেরিয়াম |
সম্ভবত এরা জলাশয়ের নরম উদ্ভিদ আহার করতো। এদের হাতির মতো এদের প্রলম্বিত শুঁড় ছিল না। তবে এদের উপরের ঠোঁট ও নাসিকা একত্রে দীর্ঘ অঙ্গ হিসেবে বিকশিত হয়েছিল। এর কর্তন দাঁত থেকে স্বল্প দৈর্ঘ্যের গজদন্ত বের হতো। তবে এই দন্ত ভূমি অভিমুখে প্রসারিত ছিল। একালের হাতির চেয়ে এদের গজদন্ত বেশ ছোট ছিল।
তবে এদের পায়ের গড়ন ছিল একালের হাতির মতো স্তম্ভাকার এবং আকারে ছোটো। পায়ের পাতার গড়নও গোলাকার হয়ে উঠেছিল। লেজ অবপেক্ষাকৃত বড় ছিল। এবং লেজের মাথা গুচ্ছবদ্ধ লোম ছিল। কানের পাতা ছিল একালের হাতির চেয়ে বেশ ছোটো। সব মিলিয়ে এদের দেহের গড়ন হয়ে উঠছিল টাপির-এর মতো। শিল্পী হেনরিখ হার্দার-এর তুলিতে