পিনুঙ্গুলাটা
Paenungulata

স্তন্যপায়ী প্রাণীর একটি থাক বিশেষ। ১৯৯৮ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন স্ট্যানহোপে।
 

ক্রেটাসিয়াস অধিযুগের শেষে এবং প্যালেয়োসিন অন্তঃযুগের শুরুর দিকে (৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) ইউথেরিয়া থাক থেকে অমরাযুক্ত প্লাসেন্টালিয়া ক্ষুদ্রশ্রেণির স্তন্যপায়ী প্রাণির আবির্ভাব ঘটেছিল।

৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে প্লাসেন্টালিয়া  প্রাণিকুল থেকে আট্‌লান্টোজেনাটা থাক পৃথক হয়ে গিয়েছিল। আর মূল ধারায় থেকে গিয়েছিল এক্সাফ্রোপ্লাসেন্টালিয়া থাকের প্রাণিকুল।

আট্‌লান্টোজেনাটা থাক ৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে আট্‌লান্টোজেনাটা থাক থেকে আফ্রেথেরিয়া থাকের প্রাণিকুলের উদ্ভব হয়েছিল।
এই থাকের অধিকাংশের প্রজাতির আদি আবাস ছিল আফ্রিকার মাদাগস্কার অঞ্চল। এদের অধিকাংশ প্রজাতির আকারে বেশ ছোট ছিল এবং বেশিরভাগ প্রজাতি ছিল স্থলচর। সামান্য কিছু প্রজাতি জলচর ছিল। এদের দাঁত ছিল ক্ষুদ্রাকার, নাকের সম্মুখভাগ বর্ধিত ছিল। তবে কানের আকার অপেক্ষাকৃত বড় ছিল। অন্যদিকে শরীরের তুলনায় চোখের আকার ছিল বেশ ছোট। এদের হাতে পায়ে ছিল পাঁচটি আঙুল। এদের অধিকাংশ প্রজাতি পোকমাকড় খেতো। আবার কিছু প্রজাতি পোকামাকড়ের পাশাপাশি লতাপাতাও খেতো।

 

প্রায় কোটি খ্রিষ্ট-পূর্বাব্দের দিকে  আফ্রোথেরিয়া  থাক থেকে উদ্ভব হয়েছিল পিনুঙ্গুলাটা ও আফ্রোইনসেক্টিফিলা থাকের প্রাণিকুল।

এই সময়েই পিনুঙ্গুলাটা থাক বিভাজিত হয়ে যায়। এই বিভাজিত প্রাণিকুলগুলো হলো-


সূত্র: