|
৬.৫ কোটি খ্রিষ্টাব্দের দিকে
আট্লান্টোজেনাটা থাক বিভাজিত হয়ে
আফ্রোথেরিয়া
ঊর্ধবর্গের প্রজাতিসমূহের উদ্ভব হয়।
৬ কোটি খ্রিষ্ট-পূর্বাব্দের দিকে
আফ্রোথেরিয়া ঊর্ধবর্গটি দুটি থাকে ভাগ হয়ে যায়। এই থাক দুটি হলো-
আফ্রোইনসেক্টিফিলা ও
পিনুঙ্গুলাটা।
আফ্রোইনসেক্টিফিলা: এই থাক থেকে প্রায় ২ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে এ্ই থাক থেকে উদ্ভব হয়েছিল টুবুলিডেন্টাটা বর্গের
প্রজাতিসমূহ। পরে বর্গ থেকে উদ্ভব হয়েছিল ওরিক্টেরোপোডিডি গোত্রের প্রাণীকুল।
এই গোত্রের একমাত্র জীবিত প্রজাতি হলো- আফ্রিকার
আর্ডভার্ক নামক পতঙ্গভুক প্রাণী।
আফ্রোইনসেক্টিফিলা থাকের প্রাণিকুল পরবর্তী ৪.৭৮-১.৫০৭৮ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে দুটি থাকে বিভাজিত হয়ে যায়। এই থাক দুটি হলো-আফ্রোইনসেক্টিভোরা ও টুবুলিডেন্টালা।
সূত্র: