আর্ডভার্ক
 aardvark, ant bear, anteater

আফ্রিকান/ডাচ
aarde শব্দের অর্থ হলো ভূমি এবং varken শব্দের অর্থ হল শুকর। উভয় মিলে ইংরেজি Aardvark ব্দটি তৈরি হয়েছে। বাংলা আর্ডভার্ক শব্দ গৃহীত হয়েছে ইংরেজি শব্দ থেকে।
বৈজ্ঞানিক নাম: Orycteropus afer

এরা আফ্রিকার
উত্তরাঞ্চলের আর্দ্র তৃণাঞ্চল, ঝোপঝাড় বিশিষ্ট ভূমি ও বনভূমিতে বসবাস করে। এরা বিশ্রামের স্থান হিসেবে গর্ত ব্যবহার করে। এরা নিশাচর। এদের প্রধান খাদ্য উই পোকা।

আফ্রিকার
ইউরোপীয় ভ্রমণকারীরা এই প্রাণীটিকে যখন প্রথম দেখেন, তখন তাঁরা শুকরের নিকটতম প্রজাতি হিসাবে বিবেচনা করেছিলেন।  

 

এদের ওজন ৪০-৪৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১- ১.৩ মিটার। এদের গায়ের চামড়া বেশ মোটা। এদের র‌য়েছে দীর্ঘ মাংশাল লেজ, গায়ের রঙ হলুদাভ ধূসর। এরা ঘ্রাণশক্তির দ্বারা খাবারের সন্ধান গ্রহণ করে। মূলত বড় বড় উঁইয়ের ঢিবি এবং পিপড়াঁর বাসায় এরা হানা দেয় এবং জিহ্বার স্পর্শে পিঁপড়া ধরে খায়। খাদ্য গ্রহণের প্রধান অস্ত্র হলো- মুখের ভিতরের প্রায় ১২ ইঞ্চি দীর্ঘ জিহ্বা।

এরা সাধারণত একাকী বিচরণ করে। শুধু প্রজনন ঋতুতে স্ত্রী-পুরুষ আর্ডভার্ক কিছুদিন একত্রে কাটায়। গর্ভধারণের সাত মাস পর স্ত্রী-আর্ডভার্ক মাত্র একটি শাবক প্রসব করে। সদ্যজাত শাবকের ওজন হয়ে থাকে প্রায় ২ কিলোগ্রাম। প্রায় ১৬ সপ্তাহ পর্যন্ত শাবকগুলো মায়ের সাথে থাকে। পরে ধীরে ধীরে এরা স্বাধীন জীবনযাপন করে।

এদের স্বাভাবিক গড় জীবনকাল ২৪ বৎসর। তবে প্রচুর পরিমাণ আর্ডভার্ক প্রাণ হারায় সিংহ, হায়না এবং অজগরে আক্রমণে। মূলত এই তিনটি প্রাণীই এদের প্রধান শত্রু।

ক্রমবিবর্তনের ধারা:
ক্রেটাসিয়াস অধিযুগের শেষে এবং প্যালেয়োসিন অন্তঃযুগের শুরুর দিকে (৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) স্তন্যপায়ী শ্রেণির  ইউথেরিয়া
থাক থেকে অমরাযুক্ত প্লাসেন্টালিয়া ক্ষুদ্রশ্রেণির স্তন্যপায়ী প্রাণির আবির্ভাব ঘটেছিল।

৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে প্লাসেন্টালিয়া প্রাণিকুল থেকে আট্‌লান্টোজেনাটা থাক পৃথক হয়ে গিয়েছিল। আর মূল ধারায় থেকে গিয়েছিল এক্সাফ্রোপ্লাসেন্টালিয়া থাকের প্রাণিকুল।

৬.৫ কোটি খ্রিষ্টাব্দের দিকে আট্‌লান্টোজেনাটা থাক বিভাজিত হয়ে আফ্রোথেরিয়া থাকের প্রজাতিসমূহের উদ্ভব হয়।

৬ কোটি খ্রিষ্ট-পূর্বাব্দের দিকে আফ্রোথেরিয়া থাকট দুটি থাকে ভাগ হয়ে যায়। এই থাক দুটি হলো- পিনুঙ্গুলাটা পিনুঙ্গুলাটা। এর ভিতরে প্রায় ২ কোটি  খ্রিষ্টপূর্বাব্দের দিকে আফ্রোইনসেক্টিফিলা এই থাক থেকে উদ্ভব হয়েছিল টুবুলিডেন্টাটা বর্গের প্রজাতিসমূহ। পরে বর্গ থেকে উদ্ভব হয়েছিল ওরিক্টেরোপোডিডি গোত্রের প্রাণীকুল। এই গোত্রের
Orycteropus গণ থেকে উদ্ভব হয়েছিল আর্ডভার্ক


সূত্র : http://en.wikipedia.org/wiki/Aardvark

          http://animals.nationalgeographic.com/animals/mammals/aardvark/