সেলান্ডিয়াল আমল
Selandian Age
৬.১৬-৫.৯২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
প্যালেয়োসিন
অন্তঃযুগের দ্বিতীয় আমল।
পূর্বর্তী
ড্যানিয়ান আমলের
শেষে
৬ কোটি
১৬ লক্ষ
খ্রিষ্টপূর্বাব্দে এই আমল শুরু হয় এবং শেষ হয় ৫ কোটি ৯২ লক্ষ
খ্রিষ্টপূর্বাব্দে। এই আমলের পরবর্তী আমল হলো-থানেটিয়ান আমল।
১৯২৪ খ্রিষ্টাব্দে আলফ্রেড রোজেঙ্ক্রান্জা তাঁর একটি
বিজ্ঞানভিত্তিক সাহিত্যে এই আমলের নামটি উপস্থাপন করেছিলেন। তিনি এই নামটি গ্রহণ
করেছিলেন ডেনমার্কের জিল্যান্ড দ্বীপের ডেনিশ নাম
Sjælland
থেকে।
আট্লান্টোজেনাটা
থাকের ক্রমবিবর্তনের ধারা
পূর্বর্তী
ড্যানিয়ান আমলের
৬.৫
কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে
আট্লান্টোজেনাটা
থাক থেকে
আফ্রোথেরিয়া ঊর্ধবর্গের প্রাণিকুলের উদ্ভব
হয়েছিল। এই আমলের
প্রায় ৬ কোটি
খ্রিষ্ট-পূর্বাব্দের দিকে
আফ্রোথেরিয়া ঊর্ধবর্গটি দুটি থাকে ভাগ হয়ে যায়। এই থাক দুটি হলো-আফ্রোইনসেক্টিফিলা
ও
পিনুঙ্গুলাটা।
৬-৫.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
ভিতরে
পিনুঙ্গুলাটা
থাক বিভাজিত হয়ে যায়। এই বিভাজিত প্রাণিকুলগুলো হলো-
টেথিথেরিয়া থাক ও হাইরাকোডিয়া বর্গ।
৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ দিকে এদের ভিতরে
টেথিথেরিয়া থাকের আবির্ভাবের
ঘটেছিল এর কাছাকাছি সময়ে
টেথিথেরিয়া থাকের মূলধারা থেকে
প্রোবোস্সিডিয়া বর্গের প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল। এরাই
ছিল বর্তমান কালের হাতির পূর্বপুরুষ। আরও অনেক পরে, অর্থাৎ ৫.৫৮ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে
টেথিথেরিয়া থাকে হাইরাকোডিয়া বর্গের
প্রজাতিসমূহের উদ্ভব ঘটেছিল।
প্রাইমেটের ক্রমবিবর্তনের ধারা
আগের আমলের ৬.৫
কোটি খ্রিষ্টপূর্বাদের দিকে
প্রাইমেটদের আদি রূপ
বিকশিত হয়েছিল। এই
আমলের শেষের দিকে
প্রাইমেটবর্গের
প্রজাতিসমূহ বিবর্তনের নতুন ধারার সূচনা করেছি। এই বিবর্তন সম্পন্ন হয়েছিল পরবর্তী
থানেটিয়ান আমলের
প্রথম
দিকে অর্থাৎ ৫ কোটি ৯০
খ্রিষ্টপূর্বাব্দের দিকে।
এই সময় প্রাইমেট বর্গের
প্রাণীকুল
দুটি উপবর্গে বিভাজিত হয়ে যায়। এই
উপ-বর্গ দুটি হলো‒
উপবর্গ: এই উপবর্গ থেকে
উদ্ভব হয়েছিল
প্রোসিমিয়ান,
লেমুর
ইত্যাদি।
হ্যাপ্লোরাইনি
উপবর্গ:
এই উপবর্গ থেকে উদ্ভব হয়েছিল
ওরাংওটাং,
গরিলা,
শিম্পাঞ্জি,
মানুষ
ইত্যাদি।
সূত্র: