থানেটিয়ান আমল
Thanetian Age
৫.৯২-৫.৬ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ
প্যালেওসিন
অন্তঃযুগের তৃতীয় আমল।
৫ কোটি
৯২ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে
এই আমল শুরু হয়েছিল এবং শেষ হয়
৫ কোটি ৫৬ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে। ১৮৭৩ খ্রিষ্টাব্দে এই অন্তঃযুগের নামকরণ করেন সুইজারল্যান্ডের
বিজ্ঞানী
Eugène Renevier। দক্ষিণ
ইংল্যান্ডের কেন্ট অঞ্চলের থানেট দ্বীপের নামানুসারে অন্তঃযুগের নামটি
গ্রহণ করা হয়েছে।
এই আমলে
আদিকালের প্রোবোস্সিডিয়া
বর্গের সকল আদিম প্রজাতিগুলো
আফ্রিকায় বাস করতো। এই বর্গ থেকে
এই আমলের শেষে বা
ইয়োসিন
অন্তঃযুগের শুরুর দিকে (৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
দিকে) হাতির অনুরূপ
মোয়েরিথেরিয়াম গণের প্রজাতিকুলের
আবির্ভাব হয়েছিল।
এছাড়া ৫.৫৮
খ্রিষ্টপূর্বাব্দের দিকে
পিনুঙ্গুলাটা থাক থেকে উদ্ভব হয়েছিল
হাইরাকোডিয়া বর্গের
প্রজাতি সমূহ।
এই আমলের শেষে ইয়োসিন
অন্তঃযুগের
শুরু হয়েছিল।
সূত্র
https://notendur.hi.is/oi/quaternary_geology.htm
http://en.wikipedia.org/wiki/Paleocene