হ্যাপ্লোরাইনি
Haplorrhini

স্তন্যপায়ী শ্রেণির প্রাণিকুলের অন্তর্গত প্রাইমেট বর্গের দুটি উপবর্গের একটি হলো হ্যাপ্লোরহৃনি। মূলত শুষ্ক নাকের প্রাইমেটদেরকে এই উপবর্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উপবর্গের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের বানর, মানুষ ইত্যাদি।


ধারণা করা হয়  কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে  প্রাইমেটদের আদর্শরূপ বিকশিত হয়েছিল। ৫ কোটি ৯০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই বর্গের প্রাণীরা দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বিকশিত হয়ে উঠেছিল। বিজ্ঞানীরা এই ভাগ দুটিকে দুটি উপবর্গ হিসাবে চিহ্নিত করেছেন। এই উপবর্গ দুটি হলোস্ট্রেপ্সিরাইনি
 হ্যাপ্লোরাইনি

 

হ্যাপ্লোর্‌হৃনির অন্তর্গত প্রজাতিগুলোর মস্তিষ্ক বেশ বড় এবং সুগঠিত। এদের অধিকাংশই বিভিন্ন বর্ণ শনাক্ত করতে পারে এবং ত্রিমাত্রিক দৃশ্য দেখতে সক্ষম। এদের বিভিন্ন প্রজাতি চলাচলের ক্ষেত্রে হাতের ব্যবহার করলেও, পা-ই এদের প্রধান অঙ্গ হিসাবে ব্যবহৃত হয়। ফলে এর দ্বিপদী প্রাণী হিসাবেই স্বীকৃতি লাভ করেছে।


 

৫ কোটি ৮০ লক্ষ বৎসরের ভিতরে এই উপবর্গটি দুটি ক্ষুদ্রবর্গে (Infraorder) বিভাজিত হয়ে যায়। এই বর্গ দুটি হলো-

Infraorder (ক্ষুদ্রবর্গ): টার্সিফর্ম্‌স্‌ (Tarsiiformes)  
          Infraorder
(ক্ষুদ্রবর্গ): সিমিফর্ম্‌স্ (Simiiformes)