স্তন্যপায়ী
শ্রেণির প্রাণীর
ইউয়াকোন্টোগ্লিরিস
থাকের অন্তর্গত একটি থাক। জীববিজ্ঞানের শ্রেণিকরণের ক্ষেত্রে অনেক সময় এই থাককে
প্রোবর্গ
(Grandorder)
হিসেবে অভিহিত করা হয়।
৬.৬-৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকের উদ্ভব হয়েছিল। পরে এই থাকটি দুটি ভাগে ভাগ হয়ে
যায়। এই ভাগ দুটি হলো-
প্রাইমেটোফোর্মা:
আবির্ভাব কাল ৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এই থাককে প্রাইমেটদের
পূর্বপুরুষ হিসেবে বিবেচনা করা হয়।
স্ক্যান্ডেন্টিয়া: আবির্ভাব
কাল ৬.১৬
-৫.৯২
কোটি খ্রিষ্টপূর্বাব্দ।