সিমিফর্ম্‌স্
Simiiformes

প্রাণিজগতের আধুনিক শ্রেণিবভাজন অনুসারে স্তন্যপায়ী শ্রেণির প্রাইমেটবর্গের
হ্যাপ্লোরাইনি (Haplorrhini) উপবর্গের অন্তর্গত একটি ক্ষুদ্রবর্গ (Infraorder) হলো সিমিফর্ম্‌স্। ১৮৬৬ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন- Haeckel। উল্লেখ্য, এর অপর নাম এ্যান্থ্রোপোইডি (Anthropoidea )। এই ক্ষুদ্রবর্গের অন্তর্গত প্রাণিকূলকে উচ্চতর প্রাইমেট হিসেবে বিবেচনা করা হয়। সাধারণভাবে এর অন্তর্গত প্রাণীদেরকে প্রাচীন পৃথিবীর বানরকুল এবং এপ হিসেবে বিবেচনা করা হয়।

৬ কোটি ৫০ লক্ষ  খ্রিষ্টপূর্বাব্দের দিকে প্রাইমেটদের আদর্শরূপ বিকশিত হয়েছিল। ৫ কোটি ৯০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই বর্গের প্রাণীরা দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বিকশিত হয়ে উঠেছিল। বিজ্ঞানীরা এই
দুটি ভাগকে দুটি উপবর্গ হিসাবে চিহ্নিত করেছেন। এই উপবর্গ দুটি হলো − স্ট্রেপ্সিরাইনি হ্যাপ্লোরাইনি। ৫ কোটি ৮০ লক্ষ বৎসর আগে হ্যাপ্লোরাইনি উপবর্গের প্রাণীকূল দুটি ভাগে বিভাজিত হয়ে,উদ্ভব হয়েছিল সিমিফর্ম্‌স ও টার্সিফর্ম্‌স ক্ষুদ্রবর্গের প্রজাতিসমূহ।

৪ কোটি থেকে ৩.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে সিমিফর্ম্‌স ক্ষুদ্রবর্গের প্রাণীগুলো দুটি উপক্ষুদ্রবর্গ ভাগে ভাগ হয়ে যায়। এই উপক্ষুদ্রবর্গের বিজ্ঞানীরা এই উপক্ষুদ্রবর্গ দুটি হলো- ক্যাটিরাইনি ও প্ল্যাটিরাইনি। মূলত আকার এবং নাকের গড়ন অনুসারে এই ভাগ করা হয়েছিল। সাধারণত নব্য পৃথিবীর প্রাইমেটদেরকে নাম দেওয়া হয়েছে প্ল্যাটিরাইনি। আর প্রাচীন পৃথিবীর প্রাইমেটদের নামকরণ করা হয়েছে ক্যাটারাইনি


 সূত্র :
http://en.wikipedia.org/wiki/Simian