ক্যাটিরাইনি
Catarrhini

আধুনিক শ্রেণিবিভাজন অনুসারে স্তন্যপায়ী প্রাণীর সিমিফোর্মস নামক ক্ষুদ্রবর্গের একটি উপবিভাগ। ১৮১২ খ্রিষ্টাব্দে এই ক্ষুদ্রবর্গের নামকরণ করেছিলেন É. Geoffroy

৫ কোটি ৮০ লক্ষ বৎসর আগে হ্যাপ্লোরাইনি উপবর্গের প্রাণীকূল দুটি ভাগে বিভাজিত হয়ে,উদ্ভব হয়েছিল সিমিফোর্মসও টার্সিফরমস।

প্রায় ৪ কোটি বৎসর আগে, দুটি উপক্ষুদ্রবর্গের ভাগে ভাগ হয়ে যায়। এই  উপক্ষুদ্রবর্গ দুটি হলো ক্যাটারাইনি ও প্ল্যাটিরাইনি । মূলত দৈহিক আকার এবং নাকের গড়ন অনুসারে এই ভাগ করা হয়েছিল। সাধারণত নব্য পৃথিবীর প্রাইমেটদেরকে নাম দেওয়া হয়েছে প্ল্যাটিহৃনি আর প্রাচীন পৃথিবীর প্রাইমেটদের নামকরণ করা হয়েছে ক্যাটারাইনি। ক্যাটারাইনি উপক্ষুদ্র বর্গকে চারটি ঊর্ধ-গোত্রে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো হলো-