সের্কোপিথেকোইডিয়া
Cercopithecoidea

প্রাইমেট বর্গের প্রাণীদের একটি উর্ধ্বগোত্র বিশেষ। প্রাচীন পৃথিবীর বানরদেরকে সাধারণভাবে সেরাকোপিথেকোইডিয়া বলা হয়। জীববিজ্ঞানে সেরাকোপিথেকোইডিয়া হিসেবে ১৩৮টি প্রজাতিকে বিবেচনা করা হয়। এদের ভিতরে রয়েছে বেবুন, ম্যাকাকুইস, টালাপোইন, গুয়েনোন, কোলোবাস, ডোয়ুক, ভেরভেট, গেলাডা, ম্যাঙ্গাবে, লেঙ্গুর, ম্যান্ড্রিল, সুরিলি, পাটাস, প্রোবিস্কিস বানর।

ধারণা করা হয় ৩.৩৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই ঊর্ধগোত্রের আবির্ভাব ঘটেছিল আফ্রিকায়প্রায় ২ কোটি ২০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই ঊর্ধবগোত্র থেকে একটি বিশেষ গণ পৃথক হয়ে গিয়েছিল। এই গণটি হলো- আলোফে
(Alophe)। অন্য দিকে মূল ধারা থেকে উদ্ভব হয়েছিল সের্কোপিথেসিডি (Cercopithecidae) গোত্রের প্রজাতিকূল।

সূত্র ::
https://en.wikipedia.org/wiki/Old_World_monkey