প্রাইমেট বর্গের প্রাণীদের একটি গোত্র বিশেষ।
বিজ্ঞানীরা প্রাচীন পৃথিবীর বানরদেরকে সাধারণভাবে এই গোত্রের অধীনে রেখেছেন।
প্রায় ২.২ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এদের আবির্ভাব ঘটেছিল আফ্রিকায়। পরে এই গোত্রের প্রজাতিসমূহ
এশিয়ায় দিকে ছড়িয়ে পড়েছিল। ২.২ থেকে ২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরা দুটি উপগোত্রে বিভাজিত হয়ে যায়। এই উপগোত্র দুটি হলো-