সের্কোপিথেসিনাই
Cercopithecinae

প্রাইমেট বর্গের প্রাণীদের একটি উপগোত্র বিশেষ। ১৮২১ খ্রিষ্টাব্দের এর নামকরণ করেছিলেন গ্রে।

প্রাচীন পৃথিবীর বানরদেরকে সাধারণভাবে বিবেচনা করা হয় সের্কোপিথেসিডি গোত্র হিসেবে। জীববিজ্ঞানীদের মতে এই উপগোত্রের ভিতরে রয়েছে প্রায় ৭১টি প্রজাতি। এর ভিতরে রয়েছে বেবুন, ম্যাকাকুইস এবং ভারভেট বানরসমূহ।

এই গোত্রের বেশিরভাগ প্রজাতি সাব-সাহারান আফ্রিকাতে বাস করে। এছাড়া এশিয়ার পূর্বাঞ্চল উত্তর আফ্রিকাতে এদের দেখা যায়।

এরা মূলত দিবাভাগে চলাচল করে, রাত্রিতে এরা উঁচু গাছে ঘুমায়। এরা উভভোজী। এদের খাদ্য তালিকায় রয়েছে- নানা ধরনের ফল, পাতা, বীজ, ফুল, ছত্রাক, মাকড়শা, ছোটো ছোটো মেরুদণ্ডী প্রাণী। এরা ফল জাতীয় ফুল খাদ্য সংরক্ষণ করে।

গর্ভধারণ সময় ৬ থেকে ৭ মাস। জন্মের পর থেকে শাবকরা মায়ের দেহ সংলগ্ন হয়ে থাকে। এরপর থেকে তিন বছর পর্যন্ত মায়ের তত্ত্বাবধানে চলাফেরা করে।

৫৩-২৫ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরা দুটি গোষ্ঠীতে বিভাজিত হয়ে যায়। এই গোষ্ঠী দুটি হলো-

সূত্র:
https://en.wikipedia.org/wiki/Old_World_monkey