|
শিম্পাঞ্জি
Chimpanzee
Hominidae
গোত্রের
অন্তর্গত একটি
Pan
নামক
গণ-এর প্রজাতি বিশেষ। গ্রিক
দেবতা
প্যান-এর
নামানুসারে এই গণের নামকরণ করা হয়েছে।
বর্তমানে দুটি প্রজাতির শিম্পাঞ্জি প্রকৃতিতে
টিকে আছে। এই প্রজাতি দুটি হলো‒
Pan troglodytes ও Pan paniscus
।
১.৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের হোমিনোইডিয়া ঊর্ধ্বগোত্র দুটি ভাগে ভাগ হয়ে যায়। এই ভাগ দুটি হলো- হোমিনিডি ও হাইলোবাটাইডি
হোমিনিডি গোত্র: প্রাণীসমূহ। এর ভিতরে রয়েছে গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং এবং মানুষ।
১.৪০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে হোমিনিডি গোত্রের প্রাণীকুলের বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-
পোঙ্গো গণ: এই গণের প্রাণীদের সাধারণ নাম ওরাংওটাং।
হোমিনিনাই উপগোত্র: ৬০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে হোমিনিনাই উপগোত্রটি দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-
গোরিল্লিনি গোষ্ঠী: এই গোষ্ঠী থেকে উদ্ভব হয়েছে গরিলা।
হোমিনিনি গোষ্ঠী: ৫০.৬-২১ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই গোষ্ঠী দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই গোষ্ঠী দুটি হলো-
প্যান গণ: এই গণ থেকে উদ্ভব হয়েছিল শিম্পাঞ্জি।
হোমো গণ: এই গণ থেকে সৃষ্টি হয়েছিল আদিম থেকে আধুনিক মানবগোষ্ঠী
এরপর ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে প্যান গণের উদ্ভব হয়। প্যান গণের অন্তর্গত প্রজাতি হিসেবে
চিহ্নিত শিম্পাঞ্জি দুটি উপপ্রজাতিতে বিভাজিত হয়ে যায় প্রায় ১০ লক্ষ বৎসর আগে। এদের নিবাস আফ্রিকা মহাদেশ।
এই প্রজাতি দুটির মধ্যে
Pan troglodytes
এর ৪টি উপপ্রজাতি রয়েছে। পক্ষান্তরে
Pan paniscus
-এক মাত্র প্রজাতি।
শিম্পাজীকে বলা হয়
সামাজিক জীব। এরা শুধু একত্রে বসবাস করে না। এদের রয়েছে নিজস্ব সামাজিক সংস্কৃতি।
১০-২৫ জন সদস্য নিয়ে এরা ছোট ছোট দল তৈরি করে। এই দলের নেতৃত্বে থাকে একজন গোত্র
প্রধান। এদেরকে বলা হয় আলফা পুরুষ। এই আলফা পুরুষের প্রতি দলের প্রতিটি সদস্য
আনুগত্য প্রকাশ করে এবং সম্মান দেখায়। আলফা পুরুষ দলের প্রতিটি সদস্যের ভালো-মন্দের
দিকে নজর দেয়। দলের সদস্যদের ভিতরে কলহ সৃষ্টি হলে, সে মধ্যস্থতা করে। শত্রুর
বিরুদ্ধে যুদ্ধ চলাকালে আলফা পুরুষ তার নেতৃত্ব দেয়।
প্যানগণের প্রজাতিসমূহ
।
এই প্রজাতি চারটি উপপ্রজাতি হলো
আলফা পুরষ নির্বাচনে এরা দৈহিক সংঘর্ষে জড়িয়ে পড়ে না। এরা মূলত দলের প্রতিটি
সদস্যের সাথে সুসম্পর্ক বজায় রেখে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলে। এর ফলে যে পুরুষ
শিম্পাঞ্জির প্রতি দলের সদস্যরা আস্থা প্রকাশ করে, সেই আলফা পুরুষ হয়। দলে সদস্য
সংখ্যা বৃদ্ধি পেলে, একজন আলফা পুরুষের পক্ষে পুরো দলকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে
পড়ে। ফলে পৃথক আলফার অধীনে নতুন দল তৈরি হয় এবং মূল দল থেকে পৃথক হয়ে যায়। আর একবার
পৃথক হয়ে গেলে, তারা আর পরস্পরকে সাহায্য করে না। বরং খাদ্য এবং এলাকা দখলে প্রতিটি
দল যুদ্ধ পর্যন্ত করে থাকে।