সাধারণ শিম্পাঞ্জি
ইংরেজি নাম :
Common
Chimpanzee।
বৈজ্ঞানিক নাম :
Pan
troglodytes,
Blumenbach, 1776
Hominidae
গোত্রের
অন্তর্গত একটি
Pan
নামক
গণ-এর দুটি প্রজাতির একটি বিশেষ। আকারে বড়, তাই
এদেরকে অনেক সময় বৃহদাকার শিম্পাঞ্জি (robust
chimpanzee)
বলা হয়। এর নিকটতম প্রজাতি হলো
‒Pan
paniscus।
গ্রিক দেবতা
প্যান-এর
নামানুসারে এই গণের নামকরণ করা হয়েছে। অন্যদিকে গ্রিক
Troglodytes
(গুহাবাসী)-এর নামানুসারে এই প্রজাতির নামকরণ করা হয়েছে।
Hominidae গোত্রের প্রাণিকূলের মূল ধারা থেকে গরিলা (Gorilla) নামক গণ পৃথক হয়ে যায় ৭০ লক্ষ বৎসর আগে। এরপর ৬০ লক্ষ বৎসর আগে এই গোত্রের মূলধারা পুনরায় বিভাজিত হয়ে প্যান গণের উদ্ভব হয়। আর মূল ধারা থেকে মানুষ সৃষ্টি হয়। এই কারণে শিম্পাঞ্জিকে মানুষের অধিকতর নিকটবর্তী জ্ঞাতি ধরা হয়। এরা মধ্য এবং পশ্চিম আফ্রিকার জঙ্গলে বসবাস করে।
এই প্রজাতির শিম্পাঞ্জির মুখমণ্ডল এবং হাত পায়ের তালু ছাড়া সমস্ত শরীর বড় বড় কালো লোমে ঢাকা। এদের ওজন ৪০-৬৫ কেজি। এদের দেহের মাথা থেকে দেহের পশ্চাৎদেশ পর্যন্ত দৈর্ঘ্য ৪ ফুট ৩ ইঞ্চি থেকে ৫ ফুট ৩ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে।
৮ মাস গর্ভধারণের স্ত্রী শিম্পাঞ্জি একটি শাবক প্রসব করে। প্রায় তিন বৎসর এরা মায়ের দুধ খায়। এই সময়ে শাবকগুলো মায়ের দেহের সাথে প্রায় লেপ্টে থাকে। তিন বৎসর পর শাবকগুলো স্বাধীনভাবে চলাফেরা শুরু করলেও মায়ের সাথে থাকে আরও ৫-৭ বৎসর। এরপর এরা স্বাধীনভাবে জীবন-যাপন শুরু করলেও শিম্পাঞ্জির দলের সদস্য হিসেবে থাকে। এদের গড় আয়ু প্রায় ৫০ বৎসর।
সাধারণ শিম্পাজিদের দলে শিশু, বৃদ্ধ মিলে
প্রায় ১৫ থেকে ১৫০ সদস্য থাকে। এরা সামাজিক জীবন-যাপন করে। দলের নেতা থাকে কোনো
পুরুষ শিম্পাঞ্জি। রাত্রি বেলায় উঁচু গাছের উপরে ডালাপালা দিয়ে শোয়ার জায়গা
তৈরি করে ঘুমায়। কখনো কখনো বড় গাছের খোঁড়লের ভিতর ঘুমায়। এদের নিজস্ব বাসা বলে
কিছু নেই কিন্তু দলগত এলাকা আছে।
এরা গাছের পাতা, ফল, মধু ইত্যাদি আহার করে। এক্ষেত্রে এরা গাছের ডাল, পাথর
ইত্যাদি অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকে। অনেক সময় এরা লেপার্ডের শাবক হত্যা
করে খায়। কখনো কখনো দলবদ্ধভাবে আক্রমণ করে লাল কলোবাস বানর (Piliocolobus
badius) শিকার করে খায়।
বর্তমানে এদের প্রধান শত্রু হলো- পশুশিকারী মানুষ। এছাড়া আফ্রিকান চিতা কখনো কখনো এদের হত্যা করে। এছাড়া নিউমেনিয়া, ইনফ্লুয়েঞ্জা, হুপিং কাশি, যক্ষা, পীতজ্বর, এইডস জাতীয় রোগে বহু শিম্পাঞ্জি মারা যায়। আফ্রিকার অরণ্যভূমি গাছপালা কমে যাওয়ার জন্য প্রতিকূল পরিবেশে এই শিম্পাজির সংখ্যা হ্রাস পেয়েছে।
সাধারণ শিম্পাঞ্জি (Pan troglodytes)-এর চারটি উপ প্রজাতি রয়েছে। এগুলো হলো‒