হাইলোবাটাইডি
Hylobatidae

প্রাইমেট বর্গের প্রাণীর একটি গোত্র বিশেষ। ১৮২৫ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেন ব্রিটিশ প্রাণিবিজ্ঞানী গ্রে  এই ঊর্ধ্বগোত্রের নামকরণ করেন।

 

৫ কোটি ৮০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে হ্যাপ্লোর্‌হৃনি উপবর্গের প্রাণীকূল দুটি ভাগে বিভাজিত হয়ে,উদ্ভব হয়েছিল সিমিফোর্মস টার্সিফরমস । ৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে, সিমিফোর্মস ক্ষুদ্রবর্গের প্রাণীগুলো দুটি উপক্ষুদ্রবর্গের ভাগে ভাগ হয়ে যায়। বিজ্ঞানীরা এই  উপক্ষুদ্রবর্গ দুটির নামকরণ করেছেন ক্যাটারহৃনি


২ কোটি ২০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
ক্যাটারহৃনি
উপ-ক্ষুদ্রপরিবারের প্রাণীকুল আফ্রিকায় বসবাস করতো। বিজ্ঞানীরা ক্যাটারহৃনি  প্রাণীকুলের ভিতরের একটি বিশেষ বৈশিষ্ট্যযুক্ত প্রাণীকুলকে হোমিনোইডে ঊর্ধ্বগোত্র নামে  অভিহিত করেছেন।  ধারণা করা হয়, আদি হোমিনোইডে ঊর্ধ্বগোত্রের আবির্ভাব হয়েছিল ২ কোটি ৩০ লক্ষ বৎসর থেকে ২ কোটি বৎসরের ভিতরে। সাধারণত এই ঊর্ধ্বগোত্রের প্রাণীকুলকে এপ জাতীয় প্রাণী হিসেবে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, প্রাচীন ইংরেজিতে এপ শব্দটি দিয়ে বুঝানো হতো -লেজ বিহীন এবং মানুষ নয় এমন প্রাইমেট। এই বিচারে এক সময় শুধু বেবুনকে এপ হিসাবে বিবেচনা করা হতো। পরবর্তী সময়ে লেজবিহীন  macaque-এর দুটি প্রজাতিকে এপ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।

.৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের হোমিনোইডিয়া দুটি ভাগে ভাগ হয়ে যায়। এই ভাগ দুটি হলো- হোমিনিডি হাইলোবাটাইডি। ধারণা করা হয়, হাইলোবাটাইডি গোত্রের আবির্ভাব হয়েছিল ৮০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে।

৮০-৩০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে হাইলোবাটাইডি
গোত্রটি চারটি গণে বিভাজিত হয়ে যায়। এই গণগুলো হলো-


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Hominoidea