হোমিনিডি
Hominidae
 

স্তন্যপায়ী শ্রেণির অন্তর্গত প্রাইমেট বর্গের প্রাণীর একটি গোত্র বিশেষ। এই গোত্রের স্তন্যপায়ীদের অনেক সময় বৃহৎ এপ (great apes) বলা হয়। এই বৃহৎ এপ ভিতরে ধরা হয়- আধুনিক মানুষ, শিম্পাঞ্জি, গোরিলা, ওরাং ওটাং এবং এদের উত্তরপুরুষদের। ১৮২৫ খ্রিষ্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী জন এডওয়ার্ড গ্রে এই গোত্রের নামকরণ করেছিলেন।

হোমিনিডি গোত্রের ক্রমবিবর্তনের ধারা
.৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের হোমিনোইডিয়া দুটি ভাগে ভাগ হয়ে যায়। এই ভাগ দুটি হলো- হোমিনিডি হাইলোবাটাইডি


হোমিনিডি গোত্রের প্রাণীসমূহের ভিতরে রয়েছে গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং এবং মানুষ

১.৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে হোমিনিডি গোত্রের প্রাণীকুলের বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো- পোঙ্গিনাই উপগোত্র ও হোমিনিনাই উপগোত্র। এছাড়া সৃষ্টি হয়েছিল আদিম থেকে আধুনিক মানবগোষ্ঠী হিসেবে বিবেচিত ড্রায়োপিথেকিনি গোষ্ঠী।