ড্রায়োপিথেকিনি
Dryopithecini

জীবজগতের প্রাইমেট বর্গের অন্তর্গত একটি উপগোত্র বিশেষ। গ্রিক ড্রাস drus  শব্দের অর্থ হলো ওক গাছ এবং পিথেকাস pithekos শব্দের অর্থ হলো- এপ। ড্রায়োপিথেকাস শব্দটির সরলার্থ হলো- 'ওক বনের এপ'। ড্রায়োপিথেকিন শব্দটিও এই অর্থে উপগোত্র' হিসেবে গ্রহণ করা হয়েছে।

১.২ কোটি খ্রিষ্টপূর্বাব্দে হোমিনিডি গোত্র থেকে উদ্ভব হয়েছিল ড্রায়োপিথেকিনি গোষ্ঠীরপ্রজাতিসমূহ। প্রায় ৭০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরা বিলুপ্ত হয়ে গিয়েছিল।

 অনেকে মনে করেন যে- গরিলা, শিম্পাঞ্জি এবং মানুষ এই উপগোত্র থেকে উদ্ভব হয়েছিল। আবার অনেকে মনে করেন হোমিনিডি গোত্রের এই বিশেষ উপগোত্রটি পৃথকভাবে বিকশিত হয়েছিল।  গরিলা, শিম্পাঞ্জি এবং মানুষের উদ্ভব হয়েছিল এই গোত্রের হোমিনিনাই উপগোত্র থেকে।

এই বিশেষ উপগোত্রের প্রজাতিসমূহের বিচরণক্ষত্র ছিল ইউরেশিয়া এবং আফ্রিকা। আকারে বড় ছিল বলে, এদেরকে বৃহৎ এপদের মধ্যে ফেলা হয়। এই উপগোত্রটি - ভিতরে টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল এগুলো হলো-

সূত্র: