ড্রায়োপিথেকাস
Dryopithecus

গ্রিক ড্রাস drʌɪə (drus) 
শব্দের অর্থ হলো বৃক্ষ এবং পিথেকাস (
pɪθɪkəs) শব্দের অর্থ হলো- এপ। এই শব্দদ্বয়ের দিয়ে তৈরি হয়েছে শব্দটি। এর সরলার্থ হলো- বৃক্ষচারী এপ।

জীববিজ্ঞানের একটি এপদের একটি গণ বিশেষ। এই গণের প্রজাতিগুলো পূর্ব আফ্রিকা এবং ইউরেশিয়ায় বাস করতো মিয়োসিন অন্তঃযুগ১.২ কোটি খ্রিষ্টপূর্বাব্দে হোমিনিডি গোত্র থেকে উদ্ভব হয়েছিল ড্রায়োপিথেকিনি গোষ্ঠীরপ্রজাতিসমূহ। আর ১.২৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই গোষ্টী থেকে উদ্ভব হয়েছিল ড্রায়োপিথেকাস গণের প্রজাতিসমূহ। ১.১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে দিকে এরা বিলুপ্ত হয়ে গিয়েছিল।

১৮৫৬ খ্রিষ্টাব্দে ফ্রান্সে এর জীবাশ্ম আবিষ্কার হয়েছিল। এই বছরেই এই গণের নামকরণ করেন ফ্রান্সের বিজ্ঞানী
Édouard Lartet

এর দাঁতসহ এর চোয়ালের জীবাশ্ম আবিষ্কারের পর বিজ্ঞানীরা এই এপদের সম্পর্কে বিশেষ কিছু ধারণা লাভ করেন। সম্ভবত এদের দৈর্ঘ্য ছিল ৪ ফুট। এরা আধুনিক শিম্পাঞ্জিদের মতো একটু ঝুঁকে হাটতো। তবে চলাচলের ক্ষেত্রে শিম্পাঞ্জিদের তুলনায় হাতের উপর ভর দিত বেশি। এরা ভূমিতে চলাচল করলেও মূলত এরা ছিল বৃক্ষচারী। এই বিচারে আধুনিক ওরাংওটাংএবং গিবোনদের সাথে এদের তুলনা করা যায়। এদের খাবার ছিল নরম লতাপাতা এবং ফল।

বিজ্ঞানীরা এই গণের দুটি প্রজাতির জীবাশ্ম আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এই প্রজাতি দুটি হলো-


সূত্র: