টেট্রাপোডোমোর্ফা
Tetrapodomorpha

প্রাণিজগতের শ্রেণিবিভাজনের একটি থাক বিশেষ। ১৯৯১ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন আহলবার্গ।

এই শ্রেণির প্রাণিগুলোকে মাছ এবং স্থলজ প্রাণীর মধ্যবর্তী স্তর হিসেবে বিবেচনা করা হয়। আদিম জলজ প্রাণীগুলো ক্রমবিবর্তনের ধারায়
অভিযোজনের মাধ্যমে স্থলজ প্রাণীতে পরিণত হয়েছিল। এই শ্রেণী অন্তর্ভুক্ত কিছু গুরুত্বপূর্ণ প্রাণী ছিল যেমন অ্যাকন্টস্টেগালস
(Acanthostega) এবং আইস্টিওস্টেগা (Icthyostega)। এই জলজ প্রাণীগুলো থেকে স্থলজ প্রাণীতে রূপান্তরিত হওয়ার প্রাথমিক বিবর্তন প্রক্রিয়া শুরু হয়েছিল।

ক্রমবিবর্তনের ধারা
৪১.৬ থেকে ৪০.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে হৃপিডিস্টিয়া থাক দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-

  • ডিপ্নোমোর্ফা: আবির্ভাব কাল ৪১.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
  • টেট্রামোডোফোর্মা: আবির্ভাব কাল ৪০.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
৪০.৯-৩৬.৭৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের টেট্রামোডোফোর্মা থাক ৪টি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-


সূত্র :