হোমিনিনাই
Homininae

প্রাইমেট বর্গের প্রাণীর একটি উপগোত্র বিশেষ।
১৮২৫ খ্রিষ্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী জন এডওয়ার্ড গ্রে এই উপগোত্রের নামকরণ করেন। 

 

হোমিনিনাই উপগোত্রের ক্রমবিবর্তনের ধারা
.৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের হোমিনোইডিয়া দুটি ভাগে ভাগ হয়ে যায়। এই ভাগ দুটি হলো- হোমিনিডি হাইলোবাটাইডি

১.৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে হিিি গোত্রের প্রাণীকুলের বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো- পোঙ্গিনাই উপগোত্র ও হোমিনিনাই উপগোত্র

প্রায় ১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে, হোমিনিনাই উপগোত্র থেকে গোরিল্লিনি গোষ্ঠী পৃথক হয়ে যায়। এই গোষ্ঠীর আদিম প্রজাতিকে
Chororapithecus abyssinicus আদিম গোরিলা হিসেবে বিবেচনা করা হয়। হোমিনিনাই উপগোত্রের অবশিষ্টাংশ ৭২-৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ২টি গোষ্ঠীতে বিভাজিত হয়ে যায়। এই গোষ্ঠী দুটি হলো- হোমিনিনি এবং গ্রাসিয়োপিথেকিনি