গ্রাইসোপিথেকিনি
Graecopithecusi
 

প্রাণিজগতের একটি গোষ্ঠী বিশেষ। ১৭২ খ্রিষ্টাব্দে এই গোষ্ঠীর নামকরণ করেছিলেন ভন কোয়েনিগসওয়াল্ড(von Koenigswald) এই গোষ্ঠীর নামকরণ করেছিলেন।
 

হোমিনিনাই উপগোত্র থেকে ৭২ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে উদ্ভব হয়েছিল গ্রাইসোপিথেকিনি গোষ্ঠীর প্রজাতিসমূহ।

১৯৪১ খ্রিষ্টাব্দে জার্মান বাহিনী গ্রিস দখল করে নেয়। ১৯৪৪ খ্রিষ্টাব্দে জার্মান সৈন্যরা যুদ্ধকালীন পরীখা খননের সময় কয়েকটি দাঁত ও চোয়ালের কিছু অংশ খুঁজে পায়। পরে বিজ্ঞানীরা এই জীবাশ্ম পরীক্ষা করেন এবং গ্রাইসোপিথেকিনি গোষ্ঠীর অন্তর্গত গ্রাইসোপিথেকাস গণের একটি প্রজাতির জীবাশ্ম হিসেবে ঘোষণা দেন। এই প্রজাতিটির নামকরণ করা হয়েছে
Graecopithecus freybergi
 

Graecopithecus freybergi

 

 

 


 

 

 

 

 

               

এই গোষ্ঠীর সাথে হোমো গণ এবং শিম্পাজির বেশ মিল রয়েছে। তবে হোমো গণের সাথে বেশি মিল পাওয়া যায়। অনেকে মনে করেন মানুষ ও শিম্পাঞ্জি এই গোষ্ঠী থেকেই উদ্ভব হয়েছিল।

 


 

https://en.wikipedia.org/wiki/List_of_human_evolution_fossils