হোমিনিনি
Hominini
 

প্রাণিজগতের একটি গোষ্ঠী বিশেষ। ১৮২৪ খ্রিষ্টাব্দে এই গোষ্ঠীর নামকরণ করেছিলেন জন এড্‌ওয়ার্ড গ্রে (John Edward Gray) এই গোষ্ঠীর নামকরণ করেছিলেন। গোষ্ঠীর ভিতরে রয়েছে আধুনিক মানুষ এবং এদের কাছাকাছি বিলুপ্ত প্রজাতিসমূহ।

হোমিনিনি গোষ্ঠীর ক্রমবিবর্তনের ধারা
১ কোটি ৭০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে প্রাইমেট বর্গের হোমিনোইডিয়া ঊর্ধগোত্র তথা এপরা দুটি ভাগে ভাগ হয়ে যায়। এই ভাগ দুটি হলো- হোমিনিডি হাইলোবাটাইডি.৪০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে হোমিনিডি  গোত্রের প্রাণীকুলের বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-পোঙ্গো গণ এবং হোমিনিনাই উপগোত্র।
 

১ কোটি থেকে ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে হোমিনিনাই তিনটি গোষ্ঠীতে বিভাজিত হয়ে যায়। এই ভাগ টি হলো- গোরিল্লিনি, গ্রাসিয়োপিথেকিনি হোমিনিনি

 

-২১ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে হোমিনিনি গোষ্ঠী ৭টি ভাগে বিভাজিত হয়ে যায়। এগুলো হলো-