|
ওর্রোইরিন
Orrorin
হোমিনিনি
গোষ্ঠীর অন্তর্গত একটি গণ বিশেষ। ধারণা করা হয়, ৬১ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে
এই গণের প্রজাতিসমূহের আবির্ভাব হয়েছিল। এবং ৫৭ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরা বিলুপ্ত হয়ে যায়।
Orrorin
শব্দের অর্থ হলো- প্রকৃত মানুষ।
এই কারণে এই গণের নাম রাখা হয়েছিল
Orrorin
।
এই সূত্রে এই গণের একমাত্র প্রজাতির নাম রাখা হয়েছিল
Orrorin tugenensis
। উল্লেখ্য
tugenensis
নামটি গ্রহণ করা হয়েছিল-
প্রজাতিটির জীবাশ্ম প্রাপ্তিস্থান কেনিয়ার
Tugen
পাহাড়ের নামানুসারে এর নামকরণ করা হয়েছিল।
এর নামকরণ করেছিলেন Senut
।
শিল্পীর আঁকা কাল্পনিক চিত্র |
২০০০ খ্রিষ্টাব্দে এই প্রজাতির ২০টি জীবাশ্ম পাওয়া গিয়েছিল। এর ভিতরে ছিল চোয়াল এবং
বেশ কিছু দাঁত। বিজ্ঞানীরা মনে করেন যে, এদের আকার ছিল একালের শিম্পাঞ্জির মতো। এরা ছিল দ্বিপদী।
এদের দাঁতে পুরু এনামেল ছিল। তাই ধারণা করা হয়, এর গাছের শাখা এবং বাদাম শক্ত খাবার
খেদে পারতো। এরা শিম্পাঞ্জিদের মতো হাতিয়ার ব্যবহার করতে পারতো। সম্ভবত গাছের ডাল থেকে এরা
শিকারের জন্য বা আত্মরক্ষার জন্য অস্ত্র তৈরি করা শিখেছিল।
খাদ্যদ্রব্য থেঁতলানোর জন্য এরা পাথর ব্যবহার করতো। তবে পাথরকে হয়তো এরা অস্ত্রে পরিণত করতে পারতো না।
এরা খাদ্য সংগ্রহয়ের জন্য তৎকালীন কেনিয়ার টুগেন পারবত্য অঞ্চল এবং তৎসংলগ্ন বনভূমিতে দলবদ্ধভাবে বিচরণ করত।
সূত্র
https://australianmuseum.net.au/learn/science/human-evolution/orrorin-tugenensis/
https://en.wikipedia.org/wiki/List_of_human_evolution_fossils
http://humanorigins.si.edu/evidence/human-fossils/species/orrorin-tugenensis