|
গোরিল্লিনি
Gorillini
প্রাইমেট বর্গের
প্রাণীর একটি গোষ্ঠী বিশেষ।
১.৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে হোমিনিডি গোত্র থেকে উদ্ভব হয়েছিল
হোমিনিনাই
উপগোত্রটি। এই গোত্র থেকে প্রায় ১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে,
হোমিনিনাই উপগোত্র থেকে
গোরিল্লিনি
গোষ্ঠী পৃথক হয়ে যায়। এই গোষ্ঠীর আদিম প্রজাতিকে
কোরোরাপিথেকাস
(Chororapithecus abyssinicus)
আদিম গোরিলা হিসেবে বিবেচনা করা হয়। এই আমলের শুরুর দিকে
৭২ থেকে ৭০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে গিয়েছিল।
এই গোষ্ঠী থেকে সৃষ্টি গণ ও প্রজাতিগুলো হলো-
(G. gorilla)