পশ্চিমাঞ্চলীয় গরিলা
Western gorilla
বৈজ্ঞানিক নাম :
Gorilla gorilla

হোমিনিড গোত্রের অন্তর্গত Gorilla গণের একটি প্রজাতি। এর সাধারণ নাম গরিলা

১৮৪৭ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিল Savage। এদের দুটি উপপ্রজাতি আছে। এই উপ-প্রজাতি দুটি হলো।
    ১.
Gorilla Gorilla Gorilla
    ২. Gorilla Gorilla diehli

পশ্চিমা নিম্ন-ভূমির গরিলা (Western lowland gorilla)
Gorilla Gorilla Gorilla
১৮৪৭ খ্রিষ্টাব্দে এই উপ-প্রজাতির নামকরণ করেছিলেন Savage

এই গরিলা বসবাস করে মধ্য আফ্রিকার এ্যাঙ্গোলা, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, গায়না এবং গ্যাবন বনাঞ্চলে।

অন্যান্য গরিলাদের তুলনায় এই গরিলা আকারে ছোটো। পুরুষ গরিলা সটান মাটির উপর দাঁড়ালে, লম্বায় ৫-৬ ফুটের মধ্যে হয়। তবে উচ্চতার বিচারে ওজন বেশি। একটি পূর্ণ বয়ষ্ক পুরুষ গরিলার ওজন হয় ১৪০-২৭০ কেজি পর্যন্ত। স্ত্রী গরিলা লম্বায় প্রায় ৫ ফুট এবং ওজনে ৭০-১৩০ কেজি হয়।

এদের হাতে ও পায়ে মানুষের মতো পাঁচটি করে আঙুল আছে। সারা শরীর জুড়ে রয়েছে ঘন লম্বা লম্বা চুল। এদের মাথা হাতের চুলের রঙ কালো। পুরুষ গরিলার পিঠের পশমের রঙ রুপালি সাদা

এরা দলবদ্ধভাবে বাস করে। এরা এদের বাসস্থানের ৩-১৮ বর্গকিলোমিটার এলাকার ভিতর বিচরণ করে। সাধারণত একটি দল সীমানা অতিক্রম করে অন্য দলের সীমানার ভিতরে ঢুকে পড়ে না। যদিও কখনো এক দলের গরিলা অন্য দলের সীমানা অতিক্রমও করে, তাহলে এরা প্রতিশোধের জন্য অনুপ্রবেশকারী গরিলাকে আক্রমণ করে না। গরিলা দিনে গড়ে ১-২ কিলোমিটারের বেশি হাঁটে না। তবে খাদ্যের প্রয়োজনে অনেক সময় এই বিচরণ-দূরত্বের চেয়ে বেশি হাঁটে।

দলবদ্ধ গরিলাদলকে নিয়ন্ত্রণ করে কোনো শক্তশালী পুরুষ গরিলা। সাধারণত একটি পুরুষ গরিলা ৫-৭টি প্রাপ্তবয়ষ্ক স্ত্রী গরিলাকে নিয়ন্ত্রণ করে। তারপরে সংখ্যায় গরিলাদল খুব দ্রুত বৃদ্ধি পায় না।  কারণ স্ত্রী গরিলা প্রাপ্ত বয়ষ্কা হতে সময় নেয় প্রায় ৯-১০ বৎসর। আর প্রায় ৫ বৎসর অন্তর একটি স্ত্রী গরিলা মাত্র ১টি বাচ্চা প্রসব করে।

এই গরিলা সবুজ উদ্ভিদ, ফল, কচি বাঁশ আহার করে। কখনো কখনো এরা পতঙ্গ এবং সরীসৃপ শ্রেণীর ছোট ছোট প্রাণী আহার করে। পুরুষ গরিলা প্রতিদিন প্রায় ৯ কেজি পর্যন্ত আহার করে থাকে।

ক্রস নদীর গরিলা (Cross River gorilla)
Gorilla Gorilla diehli
৯০৪ খ্রিষ্টাব্দে এই উপ-প্রজাতির নামকরণ করেছিলেন Matschie

পশ্চিমাঞ্চলীয় গরিলার এই উপ-প্রজাতিটি বাস করে আফ্রিকার নাইজেরিয়া এবং ক্যামেরুনের সীমান্তের বনভূমিতে। এই গরিলার দৈহিক গড়ন-সহ অন্যান্য আচরণ পশ্চিমা নিম্ন-ভূমির গরিলা মতো। এই দুটি উপপ্রজাতির পার্থক্য বিবেচনা করা হয়, এদের মাথার খুলি ও দাঁতের বিন্যাসের কারণে।
 

এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।

 


সূত্র :
http://en.wikipedia.org/wiki/